ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘ব্যবসায় লাভ না হলেও কর দিতে হয়, এতে অখুশি ব্যবসায়ীরা’

আকাশ জাতীয় ডেস্ক :

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ব্যবসায় লাভ না হলেও কর দিতে হয়, এতে অখুশি ব্যবসায়ীরা। তারা দাবি করেন যে, তারা যারা নিয়মিত কর দেন, তাদের প্রতিনিয়ত বেশি কর দেওয়ার জন্য চাপাচাপি করা হচ্ছে। নানা কারণে তারা অখুশি।

সোমবার এনবিআরে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক প্রমুখ।

অনুষ্ঠানে দেশের নয়টি প্রতিষ্ঠানকে অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) সনদ দিয়েছে এনবিআর। ফলে এসব কোম্পানি কাস্টমসের প্রক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে। এছাড়া, ১৭ কর্মকর্তাকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সার্টিফিকেট অব মেরিট সম্মাননা দেওয়া হয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, সত্যিকার অর্থে রাজস্ব ব্যবস্থাপনার কাজটা খুবই কঠিন এবং অপ্রিয়। এখানে বন্ধু কেউ নেই। ফলে স্বাভাবিকভাবেই আমাদের যারা ক্লায়েন্ট, সরকারকে খুশি করা কঠিন। সরকার সারাজীবন বলছে আমরা যথেষ্ট রাজস্ব দিতে পারি না। কারণ আমাদের প্রতি বছরই ঘাটতি হয়, এটার জন্য আমাদের বিদেশ থেকে লোন করতে হয়।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি উন্নতি করতে। আমাদের ট্যারিফ রেট অনেক বেশি। এরপরও কিন্তু মানুষ খুব একটা অভিযোগ করে না। অভিযোগটা হচ্ছে আমাদের সার্ভিস ডেলিভারিতে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, এক সময় কাস্টমস সার্ভিসের সাফল্যের মূল মাপকাঠি ছিল কেবল রাজস্ব আহরণে। বর্তমানে এর চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বাণিজ্য সহজীকরণের ওপর। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে বিশ্ববাজারে আমাদের প্রবেশাধিকার এবং শুল্কমুক্ত সুবিধা বজায় রাখতে জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া ও কানাডার সাথে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিমানবন্দরে যাত্রীদের শতভাগ ব্যাগেজ স্ক্যানিং করার পদ্ধতি পরিবর্তন করা প্রয়োজন। পৃথিবীর কোথাও দেখিনি শতভাগ ব্যাগেজ স্ক্যানারে তুলে দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেন্দ্র দখল করে ফলাফল আদায়ের কোনো সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

‘ব্যবসায় লাভ না হলেও কর দিতে হয়, এতে অখুশি ব্যবসায়ীরা’

আপডেট সময় ০৮:১০:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক :

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ব্যবসায় লাভ না হলেও কর দিতে হয়, এতে অখুশি ব্যবসায়ীরা। তারা দাবি করেন যে, তারা যারা নিয়মিত কর দেন, তাদের প্রতিনিয়ত বেশি কর দেওয়ার জন্য চাপাচাপি করা হচ্ছে। নানা কারণে তারা অখুশি।

সোমবার এনবিআরে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক প্রমুখ।

অনুষ্ঠানে দেশের নয়টি প্রতিষ্ঠানকে অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) সনদ দিয়েছে এনবিআর। ফলে এসব কোম্পানি কাস্টমসের প্রক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে। এছাড়া, ১৭ কর্মকর্তাকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সার্টিফিকেট অব মেরিট সম্মাননা দেওয়া হয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, সত্যিকার অর্থে রাজস্ব ব্যবস্থাপনার কাজটা খুবই কঠিন এবং অপ্রিয়। এখানে বন্ধু কেউ নেই। ফলে স্বাভাবিকভাবেই আমাদের যারা ক্লায়েন্ট, সরকারকে খুশি করা কঠিন। সরকার সারাজীবন বলছে আমরা যথেষ্ট রাজস্ব দিতে পারি না। কারণ আমাদের প্রতি বছরই ঘাটতি হয়, এটার জন্য আমাদের বিদেশ থেকে লোন করতে হয়।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি উন্নতি করতে। আমাদের ট্যারিফ রেট অনেক বেশি। এরপরও কিন্তু মানুষ খুব একটা অভিযোগ করে না। অভিযোগটা হচ্ছে আমাদের সার্ভিস ডেলিভারিতে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, এক সময় কাস্টমস সার্ভিসের সাফল্যের মূল মাপকাঠি ছিল কেবল রাজস্ব আহরণে। বর্তমানে এর চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বাণিজ্য সহজীকরণের ওপর। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে বিশ্ববাজারে আমাদের প্রবেশাধিকার এবং শুল্কমুক্ত সুবিধা বজায় রাখতে জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া ও কানাডার সাথে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিমানবন্দরে যাত্রীদের শতভাগ ব্যাগেজ স্ক্যানিং করার পদ্ধতি পরিবর্তন করা প্রয়োজন। পৃথিবীর কোথাও দেখিনি শতভাগ ব্যাগেজ স্ক্যানারে তুলে দেওয়া হয়।