ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘বাংলাদেশ থেকে আরও আন্তর্জাতিক মানের আম্পায়ার তৈরি করতে চাই’

আকাশ স্পোর্টস ডেস্ক :  

বাংলাদেশ ক্রিকেটে আম্পায়ারিংয়ের মান উন্নয়নে সাম্প্রতিক কার্যক্রমকে বড় অগ্রগতি হিসেবে দেখছেন আইসিসির সাবেক এলিট আম্পায়ার সাইমন টাফেল। তাঁর লক্ষ্য বাংলাদেশ থেকে আরও বেশি আন্তর্জাতিক মানের আম্পায়ার তৈরি করা।

বিপিএল শেষে বিসিবিতে ম্যাচ রেফারিদের জন্য আয়োজিত দুই দিনের কর্মশালা শেষে টাফেল বলেন, ‘বাংলাদেশ থেকে আরও আন্তর্জাতিক মানের আম্পায়ার তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য।’

সাম্প্রতিক সময়ে বিপিএলসহ বিসিবির বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গত তিন সপ্তাহ বাংলাদেশের ক্রিকেটের ম্যাচ পরিচালনায় বিনিয়োগের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল। বিপিএলে সাতটি দল অংশ নেয় এবং সেখানে আম্পায়ার, ম্যাচ রেফারি ও কোচরা একসঙ্গে কাজ করেছেন ক্রিকেটের মান উন্নয়নের লক্ষ্যে।’

বিপিএলের অংশ হতে পারা এবং সেখানে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালনকে আনন্দের অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন টাফেল। একই সঙ্গে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে আম্পায়ার কোচ ডেনিস বার্নসকে যুক্ত করাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন তিনি।

কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে টাফেল বলেন, ‘এই কর্মশালার মূল লক্ষ্য ছিল আম্পায়ার মূল্যায়ন পদ্ধতি উন্নত করা। কীভাবে একজন আম্পায়ারের পারফরম্যান্স বিশ্লেষণ করা হবে এবং কীভাবে গঠনমূলক ফিডব্যাক দেওয়া যায়, এই বিষয়গুলোতেই গুরুত্ব দেওয়া হয়েছে।’

আম্পায়ারদের উন্নয়নে তথ্যভিত্তিক বিশ্লেষণের পাশাপাশি ভালো পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়ার ওপরও জোর দেন টাফেল। তিনি বলেন, ‘বিপিএলে আম্পায়ারিংয়ের মান ইতোমধ্যেই উন্নত হয়েছে, তবে আরও উন্নতির সুযোগ রয়েছে।’

কর্মশালায় মাঠ পর্যায়ের দায়িত্ব, ম্যাচ ও খেলোয়াড় ব্যবস্থাপনা, সিদ্ধান্ত গ্রহণ এবং পরিসংখ্যান সংগ্রহ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি। টাফেলের ভাষ্য, বিসিবি আম্পায়ারদের র‍্যাঙ্কিংয়ের মাধ্যমে যোগ্যদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে চায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেন্দ্র দখল করে ফলাফল আদায়ের কোনো সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

‘বাংলাদেশ থেকে আরও আন্তর্জাতিক মানের আম্পায়ার তৈরি করতে চাই’

আপডেট সময় ০৮:২৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

আকাশ স্পোর্টস ডেস্ক :  

বাংলাদেশ ক্রিকেটে আম্পায়ারিংয়ের মান উন্নয়নে সাম্প্রতিক কার্যক্রমকে বড় অগ্রগতি হিসেবে দেখছেন আইসিসির সাবেক এলিট আম্পায়ার সাইমন টাফেল। তাঁর লক্ষ্য বাংলাদেশ থেকে আরও বেশি আন্তর্জাতিক মানের আম্পায়ার তৈরি করা।

বিপিএল শেষে বিসিবিতে ম্যাচ রেফারিদের জন্য আয়োজিত দুই দিনের কর্মশালা শেষে টাফেল বলেন, ‘বাংলাদেশ থেকে আরও আন্তর্জাতিক মানের আম্পায়ার তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য।’

সাম্প্রতিক সময়ে বিপিএলসহ বিসিবির বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গত তিন সপ্তাহ বাংলাদেশের ক্রিকেটের ম্যাচ পরিচালনায় বিনিয়োগের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল। বিপিএলে সাতটি দল অংশ নেয় এবং সেখানে আম্পায়ার, ম্যাচ রেফারি ও কোচরা একসঙ্গে কাজ করেছেন ক্রিকেটের মান উন্নয়নের লক্ষ্যে।’

বিপিএলের অংশ হতে পারা এবং সেখানে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালনকে আনন্দের অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন টাফেল। একই সঙ্গে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে আম্পায়ার কোচ ডেনিস বার্নসকে যুক্ত করাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন তিনি।

কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে টাফেল বলেন, ‘এই কর্মশালার মূল লক্ষ্য ছিল আম্পায়ার মূল্যায়ন পদ্ধতি উন্নত করা। কীভাবে একজন আম্পায়ারের পারফরম্যান্স বিশ্লেষণ করা হবে এবং কীভাবে গঠনমূলক ফিডব্যাক দেওয়া যায়, এই বিষয়গুলোতেই গুরুত্ব দেওয়া হয়েছে।’

আম্পায়ারদের উন্নয়নে তথ্যভিত্তিক বিশ্লেষণের পাশাপাশি ভালো পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়ার ওপরও জোর দেন টাফেল। তিনি বলেন, ‘বিপিএলে আম্পায়ারিংয়ের মান ইতোমধ্যেই উন্নত হয়েছে, তবে আরও উন্নতির সুযোগ রয়েছে।’

কর্মশালায় মাঠ পর্যায়ের দায়িত্ব, ম্যাচ ও খেলোয়াড় ব্যবস্থাপনা, সিদ্ধান্ত গ্রহণ এবং পরিসংখ্যান সংগ্রহ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি। টাফেলের ভাষ্য, বিসিবি আম্পায়ারদের র‍্যাঙ্কিংয়ের মাধ্যমে যোগ্যদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে চায়।