আকাশ স্পোর্টস ডেস্ক :
বিগ ব্যাশে সিডনি ডার্বিতে শুক্রবার (১৬ জানুয়ারি) সিডনি সিক্সার্স ৫ উইকেটে সিডনি থান্ডারকে পরাজিত করে শেষ হাসি হাসল। তবে এই ম্যাচের সবচেয়ে আলোচিত বিষয় ছিল ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের সেঞ্চুরি।
উভয়েই সেঞ্চুরি করেছেন, তবে সিক্সার্সের জয়ে স্মিথের সেঞ্চুরির কারণেই ওয়ার্নারের সেঞ্চুরি কিছুটা ম্লান হয়ে গেছে। এই ম্যাচে বিগ ব্যাশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল একটি ওভারও দেখা গেছে।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার প্রথমে ব্যাট করে সিডনি থান্ডার ১৮৯ রান সংগ্রহ করে। এই ইনিংসে মাত্র ৬৫ বলে ১১০ রান করেন ডেভিড ওয়ার্নার। তবে জবাবে তার জাতীয় দলের সহ-খেলোয়াড় স্টিভেন স্মিথও কম যাননি। স্মিথের দুর্দান্ত সেঞ্চুরির মাধ্যমে সিক্সার্স ম্যাচটি জয়ী হয়। তিনি ৪২ বলে ৫টি চার এবং ৯টি ছক্কায় ১০০ রান পূর্ণ করেন।
স্মিথ তার ঝড়ো সেঞ্চুরি করার পথে হ্যাডলির করা ১২ তম ওভারে ৩২ রান সংগ্রহ করেন, যা বিগ ব্যাশের ইতিহাসে এক ওভারে সবচেয়ে বেশি রান। স্মিথ সেই ওভারের প্রথম ৪ বলেই ছক্কা মেরে ৩১ রান করেন। পঞ্চম বল নো হওয়ায় একটি চার মারেন এবং বাকি ৩ রান দৌড়ে নেন। এছাড়া, নাথান ম্যাক অ্যান্ড্রুর করা চতুর্থ ওভারের তৃতীয় বলে ১০৭ মিটার দীর্ঘ একটি ছক্কা মারেন, যা স্টেডিয়ামের ছাদে গিয়ে পড়ে।
এটি ছিল স্মিথের বিগ ব্যাশে চতুর্থ সেঞ্চুরি, যা তাকে শীর্ষস্থানেই রেখেছে। এই সেঞ্চুরির সঙ্গে সিক্সার্সের জন্য জয় নিশ্চিত হয়। সিক্সার্সের জয়ে স্মিথের সেঞ্চুরি দিয়ে আরও একবার নিজের ক্ষমতা প্রমাণ করলেন। অন্যদিকে, ওয়ার্নারের জন্য এটি ছিল দ্বিতীয় সেঞ্চুরি, এবং এটি তার টিই-টোয়েন্টি ক্যারিয়ারে দশম সেঞ্চুরি।
বিগ ব্যাশে ১১টি সেঞ্চুরি নিয়ে পাকিস্তানের বাবর আজম এখন তালিকার শীর্ষে রয়েছেন। তবে আজকের ম্যাচে তিনি ছিলেন হতাশাজনক। স্মিথ যখন ঝড়ো ব্যাটিং করছিলেন, তখন বাবর ছিলেন বেশ ধীর গতির। ম্যাচের ১১তম ওভারে স্মিথ বাবরের ডাকে সিঙ্গেল নিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে স্মিথ নিজের ব্যাটিং নিয়ে ৬ বলে ৩২ রান তুলে ৪১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। আর বাবর আজম করেন ৪৭ রান, যা বিগ ব্যাশের মতো দ্রুতগতির টুর্নামেন্টে মোটেও যথেষ্ট নয়।
আকাশ নিউজ ডেস্ক 




















