আকাশ স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় অব্যাহতই আছে। ব্লুমফন্টেইন টেস্টেও প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা।
৩৬ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা। আউট হওয়া টপ অর্ডার ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেন নি। সৌম্যা সরকার ৯ , মমিনুল হক ৪, মুশফিকুর রহিম ৭ রানে সাজঘরে ফিরে গেছেন। রাবাদা ও অলিভিয়ারের বোলিংয়ে পা কাঁপছে টাইগার ব্যাটসম্যানদের।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৩ ওভারে ৩ উইকেটে ৩৭ রান। ক্রিজে অপরাজিত আছেন ইমরুল কায়েস (১৬) ও মাহমুদুল্লাহ (০)
এর আগে দ্বিতীয় দিনেও রানউৎসব করে ৪ উইকেটের বিনিময়ে ৫৭৩ রানে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার হয়ে ডীন এলগার (১১৩), মার্করাম (১৪৩), হাশিম আমলা (১৩২) ও ফাফ ডু প্লেসিস (১৩৫*) শতক হাকিয়েছেন।
বাংলাদেশের হয়ে শুভাশিষ রায় ৩ টি ও রুবেল হোসেন ১ টি উইকেট লাভ করেন।
এর আগে দুই ম্যাচ সিরিজে পচেফস্ট্রুমে প্রথম ম্যাচে বাংলাদেশকে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা। ফলে সিরিজে তারা ১-০ ব্যবধানে এগিয়ে আছে।
আকাশ নিউজ ডেস্ক 

























