আকাশ স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রুদ্ধশ্বাস এক ম্যাচে শেষদিকে মাহমুদুল্লাহ রিয়াদ ও খুশদিল শাহর ঝড়ো ব্যাটিংয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স।
চট্টগ্রাম রয়্যালস প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে। জবাবে লক্ষ্য তাড়ায় রংপুর রাইডার্স ৫ উইকেট হারিয়ে ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
চাপের মুহূর্তে দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিং করেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি ১৯ বলে ৩০ রান করেন। তাকে দারুণভাবে সঙ্গ দেন খুশদিল শাহ, তিনি মাত্র ১২ বলে করেন ২২ রান। শেষ ওভারগুলোর এই জুটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
আকাশ নিউজ ডেস্ক 
























