আকাশ স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে নাসুম আহমেদের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ৬২ রানে অলআউট নোয়াখালী এক্সপ্রেস। সিলেট টাইটান্সের তারকা স্পিনার নাসুম আহমেদ মাত্র ৭ রানে ৫ উইকেট শিকার করেন।
সোমবার (৫ জানুয়ারি) নোয়াখালীর বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন এই বাঁ-হাতি স্পিনার।
পিএলে স্পিনারদের মধ্যে এতদিন সেরা বোলিং ছিল সাকিবের, ২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। এতে বিপিএলে পাঁচ উইকেট নেওয়া পঞ্চম স্পিনার হলেন নাসুম।
এই তালিকায় তার আগে ইমরান তাহির, নাসির হোসেন ও আফিফ হোসেন ধ্রুব রয়েছেন। এ ছাড়া ১৪৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই তার প্রথম ৫ উইকেট।
এ ছাড়া পেসার ও স্পিনার মিলিয়ে বিপিএল ইতিহাসে চতুর্থ সেরা বোলিং ফিগার এটি। এই তালিকার শীর্ষে রয়েছেন তাসকিন আহমেদ, ১৯ রানে ৭ উইকেট শিকার করেছিলেন তারকা এই পেসার।
আকাশ নিউজ ডেস্ক 
























