অাকাশ নিউজ ডেস্ক:
বিএনপির সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় যেতে চান বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তবে বিএনপি নির্বাচনে না এলেও সংবিধানসম্মতভাবে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার বিকেলে সাভারের আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। সাভারের আমিনবাজারে মীরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।
কামরুল ইসলাম বলেন, ‘সংবিধানসম্মতভাবে শেখ হাসিনা সরকারের প্রধান থাকবেন এবং নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। বাংলাদেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে। আমরা চাই বিএনপি আসুক। বিএনপির সাথে আমরা নির্বাচনী খেলা খেলতে চাই।’ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বলে বিএনপির দাবির কথা উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনে ওরা আসবে এটা আমরা জানি। তারপরেও এই সমস্ত ধূম্রজাল সৃষ্টি করার জন্য এই সমস্ত আস্ফালন, এই সমস্ত বাগাড়ম্বর, এই সমস্ত কথার মালা। ধূম্রজাল সৃষ্টি করার জন্য।’
নির্বাচনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি নির্বাচনে আসে নাই ১৪ সালে। আমরা চাই এবার আসুক। না এসে তাদের ক্ষতি করেছে, তাদের দলের ক্ষতি হয়েছে। তারা যে অস্তিত্বের সংকটে পড়েছে, আজকে তাদের নেতাদের বিরুদ্ধে যে মামলা, তাঁরা আইনের পেছনে দৌড়াচ্ছে, আদালতের পেছনে দৌড়াছে, তার পেছনে কারণ কী? এর একমাত্র কারণ হচ্ছে তারা ২০১৪ সালের নির্বাচনে আসে নাই। সন্ত্রাস করেছে, আগুন-সন্ত্রাস করেছে। তাদের দলটাকে রাজনৈতিক দলের চরিত্র পাল্টে দিয়ে সন্ত্রাসী দলে পরিণত করেছে।’
আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখিল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল আলম রাজীব, আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উল্লাহ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।
আকাশ নিউজ ডেস্ক 



















