ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

মানিকগঞ্জে শিক্ষানবিশ আইনজীবী ও প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক :

মানিকগঞ্জের দুই উপজেলায় পারিবারিক কলহের জেরে দুজনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। জেলার শিবালয়ে ফাঁস দিয়ে এক শিক্ষানবিশ আইনজীবী ও সিংগাইরে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যার খবর পাওয়া গেছে।

শিবালয়ে পারিবারিক কলহের জেরে ফাঁস দিয়ে বজু চৌধুরী (৪০) নামে মানিকগঞ্জ জজ কোর্টের এক শিক্ষানবিশ আইনজীবীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৯টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের মহাদেবপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত বজু চৌধুরী উপজেলার মহাদেবপুর উত্তরপাড়া এলাকায় বিকাশ চন্দ্র শীলের ছেলে।

শিবালয় পুলিশ জানান, পারিবারিক কলহের জেরে সোমবার সকাল ৯টার দিকে বসতঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শিক্ষানবিশ আইনজীবী বজু চৌধুরী। বিষয়টি টের পেয়ে তার মা ও প্রতিবেশীরা ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শিবালয় থানার ওসি এআরএম আল মামুন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

এদিকে সিংগাইর উপজেলায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাহিদা আক্তার (২২) নামের এক গৃহবধূ। সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাহিদা আক্তার বায়রা ইউনিয়নের গারাদিয়া দক্ষিণপাড়া এলাকার প্রবাসী সুজন মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি একই ইউনিয়নের বাইমাইল এলাকায়। পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। স্বামী বিদেশ যাওয়ার পর সাহিদা আক্তার, তার মা এবং শাশুড়িসহ তিনজন একই বাড়িতে থাকতেন।

নিহতের শাশুড়ি রোকেয়া বেগম বলেন, সকালে ফজরের নামাজ শেষ করে বউকে রুমে দেখতে না পেয়ে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাই না। রুমের ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। ভাবলাম ভেতরেই আছে। সকালে রান্নার সময় দরজায় ধাক্কা দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি। চালের ফাঁকা দিয়ে উঁকি দিয়ে রুমের ভেতরে তার ঝুলন্ত দেহ দেখি। তখন আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।

সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, মৃত সাহিদা আক্তারের মোবাইল ফোন পুলিশ উদ্ধার করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এবং ফোনের কল রেকর্ড পর্যালোচনা করে তার মৃত্যুর বিষয়ে জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

মানিকগঞ্জে শিক্ষানবিশ আইনজীবী ও প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আপডেট সময় ০৯:৪২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

আকাশ জাতীয় ডেস্ক :

মানিকগঞ্জের দুই উপজেলায় পারিবারিক কলহের জেরে দুজনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। জেলার শিবালয়ে ফাঁস দিয়ে এক শিক্ষানবিশ আইনজীবী ও সিংগাইরে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যার খবর পাওয়া গেছে।

শিবালয়ে পারিবারিক কলহের জেরে ফাঁস দিয়ে বজু চৌধুরী (৪০) নামে মানিকগঞ্জ জজ কোর্টের এক শিক্ষানবিশ আইনজীবীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৯টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের মহাদেবপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত বজু চৌধুরী উপজেলার মহাদেবপুর উত্তরপাড়া এলাকায় বিকাশ চন্দ্র শীলের ছেলে।

শিবালয় পুলিশ জানান, পারিবারিক কলহের জেরে সোমবার সকাল ৯টার দিকে বসতঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শিক্ষানবিশ আইনজীবী বজু চৌধুরী। বিষয়টি টের পেয়ে তার মা ও প্রতিবেশীরা ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শিবালয় থানার ওসি এআরএম আল মামুন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

এদিকে সিংগাইর উপজেলায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাহিদা আক্তার (২২) নামের এক গৃহবধূ। সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাহিদা আক্তার বায়রা ইউনিয়নের গারাদিয়া দক্ষিণপাড়া এলাকার প্রবাসী সুজন মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি একই ইউনিয়নের বাইমাইল এলাকায়। পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। স্বামী বিদেশ যাওয়ার পর সাহিদা আক্তার, তার মা এবং শাশুড়িসহ তিনজন একই বাড়িতে থাকতেন।

নিহতের শাশুড়ি রোকেয়া বেগম বলেন, সকালে ফজরের নামাজ শেষ করে বউকে রুমে দেখতে না পেয়ে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাই না। রুমের ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। ভাবলাম ভেতরেই আছে। সকালে রান্নার সময় দরজায় ধাক্কা দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি। চালের ফাঁকা দিয়ে উঁকি দিয়ে রুমের ভেতরে তার ঝুলন্ত দেহ দেখি। তখন আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।

সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, মৃত সাহিদা আক্তারের মোবাইল ফোন পুলিশ উদ্ধার করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এবং ফোনের কল রেকর্ড পর্যালোচনা করে তার মৃত্যুর বিষয়ে জানা যাবে।