ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা মা-বোনদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত এটেন্টিভ : ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তিন রোহিঙ্গা নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি ছুড়ে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ ইরানি কর্তৃপক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই :জামায়াতের আমির মো. মিজানুর রহমান বনশ্রীতে স্কুলছাত্রী খুনের ঘটনায় রেস্তোরাঁ কর্মী মিলন গ্রেপ্তার নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ইরানে বিরুদ্ধে ‘কঠোর’ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচি জানাল শিক্ষা বোর্ড

ভিনিকে ব্যালন ডি’অর না দেওয়া অন্যায়: রোনাল্ডো

আকাশ স্পোর্টস ডেস্ক :

গত ২৮ অক্টোবর ভিনিসিয়ুস জুনিয়রকে হারিয়ে ব্যালন ডি’অর পুরস্কার জেতেন রুদ্রি। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। সেই সমালোচনায় এবার নতুন করে হাওয়া দিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার মতে, ভিনিকে ব্যালন ডি’অর না দেওয়াটা অন্যায় হয়েছে।

গতকাল দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডসে এ কথা বলেন পর্তুগিজ সুপারস্টার। আল নাসরের এই তারকার মতে, ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির চেয়েও পুরস্কারটি প্রাপ্য ছিল রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসের।

রোনাল্ডো বলেন, ‘আমার মতে, সে-ই (ভিনিসিয়ুস) ছিল গোল্ডেন বল (ব্যালন ডি’অর) জয়ের যোগ্য। এখানে সবার সামনে বলছি, অন্যায় করা হয়েছে। তারা এটা রদ্রিকে দিয়েছে, সে-ও জয়ের যোগ্য, কিন্তু এটা ভিনিসিয়ুসকে দেওয়া উচিত ছিল। কারণ, সে চ্যাম্পিয়নস লিগ জিতেছে ও ফাইনালে গোল করেছে।’

সদ্য শেষ হওয়া ব্যালন ডি’অরের মনোনীতদের তালিকায় জায়গা হয়নি রোনাল্ডোর। যা নিয়ে ব্যালন ডি’অর–এর আয়োজক ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’–এর সমালোচনাও করেন ৩৯ বছর বয়সী এই তারকা।

সিআর সেভেনের মতে, ‘এই অনুষ্ঠানগুলো এমনই। তারা সব সময় এই কাজই করে।’ এরপর গ্লোব সকার অ্যাওয়ার্ডসের প্রশংসাও করেন, ‘এ কারণেই আমি গ্লোব সকার অ্যাওয়ার্ডসকে ভালোবাসি। তারা সৎ।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা মা-বোনদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত এটেন্টিভ : ডা. শফিকুর রহমান

ভিনিকে ব্যালন ডি’অর না দেওয়া অন্যায়: রোনাল্ডো

আপডেট সময় ০১:২৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

আকাশ স্পোর্টস ডেস্ক :

গত ২৮ অক্টোবর ভিনিসিয়ুস জুনিয়রকে হারিয়ে ব্যালন ডি’অর পুরস্কার জেতেন রুদ্রি। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। সেই সমালোচনায় এবার নতুন করে হাওয়া দিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার মতে, ভিনিকে ব্যালন ডি’অর না দেওয়াটা অন্যায় হয়েছে।

গতকাল দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডসে এ কথা বলেন পর্তুগিজ সুপারস্টার। আল নাসরের এই তারকার মতে, ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির চেয়েও পুরস্কারটি প্রাপ্য ছিল রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসের।

রোনাল্ডো বলেন, ‘আমার মতে, সে-ই (ভিনিসিয়ুস) ছিল গোল্ডেন বল (ব্যালন ডি’অর) জয়ের যোগ্য। এখানে সবার সামনে বলছি, অন্যায় করা হয়েছে। তারা এটা রদ্রিকে দিয়েছে, সে-ও জয়ের যোগ্য, কিন্তু এটা ভিনিসিয়ুসকে দেওয়া উচিত ছিল। কারণ, সে চ্যাম্পিয়নস লিগ জিতেছে ও ফাইনালে গোল করেছে।’

সদ্য শেষ হওয়া ব্যালন ডি’অরের মনোনীতদের তালিকায় জায়গা হয়নি রোনাল্ডোর। যা নিয়ে ব্যালন ডি’অর–এর আয়োজক ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’–এর সমালোচনাও করেন ৩৯ বছর বয়সী এই তারকা।

সিআর সেভেনের মতে, ‘এই অনুষ্ঠানগুলো এমনই। তারা সব সময় এই কাজই করে।’ এরপর গ্লোব সকার অ্যাওয়ার্ডসের প্রশংসাও করেন, ‘এ কারণেই আমি গ্লোব সকার অ্যাওয়ার্ডসকে ভালোবাসি। তারা সৎ।’