ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

তিন ম্যাচ পর হাসল শান্তর ব্যাট, ছিটকে গেল সিলেট

আকাশ স্পোর্টস ডেস্ক :

চোট কাটিয়ে ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে ফিরেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রত্যাবর্তনের ম্যাচে খেলেছিলেন ৮০ রানের এক ঝলমলে ইনিংস। তবে এরপর টানা তিন ম্যাচে সেই অর্থে রান পাননি তিনি। অবশেষে ব্যাট হাতে জ্বলে উঠলেন জাতীয় দলের এই অধিনায়ক। খেললেন ৭৮ রানের এক ইনিংস। জেতালেন দলকেও।

সিলেটে এদিন নিজেদের শেষ ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন শান্ত। ওপেনিংয়ে নেমে খেলেছেন ৪৮ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৮ রানের ইনিংস। যার সুবাদে নির্ধারিত ওভারে ৮ উইকেট খরচায় ১৮১ রানের পুঁজি পায় রাজশাহী।

রাজশাহীর বাদ পড়া আগেই নিশ্চিত হয়ে গেলেও টিকে ছিল সিলেট। তবে সেই সমীকরণ মেলাতে আজ জিততে হতো তাদের। ম্যাচ জিততে ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে সিলেটকে জিশান আলম স্বপ্ন দেখালেও শেষদিকে আর সেটি সম্ভব হয়নি। জিশান ৬০ রান করে সাজঘরে ফিরলে ধস নামে সিলেটের ব্যাটিংয়ে।

১২৬ থেকে ১৪২—আসাদউজ্জামানের দাপুটে বোলিং আর শান্তর ‘কিপটে’ বোলিংয়ে মাত্র ১৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে সিলেট। শেষ পর্যন্ত দলটির ইনিংস থামে ৮ উইকেটে ১৫৫ রানে। ২৬ রানের জয়ে আসর শেষ করে রাজশাহী।

সংক্ষিপ্ত স্কোর-

রাজশাহী বিভাগ: ২০ ওভারে ১৮১/৮ (শান্ত ৭৮, সাব্বির ৩০, হাবিবুর ২৫; খালেদ ৩/২৪, ইবাদত ২/২৯, তোফায়েল ২/৩৫)।

সিলেট বিভাগ: ২০ ওভারে ১৫৫/৮ (জিশান ৬০, পিনাক ২৭, তোফায়েল ১৮; আসাদউজ্জামান ৪/২৪, কিবরিয়া ১/৮, সাব্বির ১/১৪, শান্ত ১/১৯)।

ফল: রাজশাহী বিভাগ ২৬ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: নাজমুল হোসেন শান্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

তিন ম্যাচ পর হাসল শান্তর ব্যাট, ছিটকে গেল সিলেট

আপডেট সময় ০৩:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

আকাশ স্পোর্টস ডেস্ক :

চোট কাটিয়ে ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে ফিরেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রত্যাবর্তনের ম্যাচে খেলেছিলেন ৮০ রানের এক ঝলমলে ইনিংস। তবে এরপর টানা তিন ম্যাচে সেই অর্থে রান পাননি তিনি। অবশেষে ব্যাট হাতে জ্বলে উঠলেন জাতীয় দলের এই অধিনায়ক। খেললেন ৭৮ রানের এক ইনিংস। জেতালেন দলকেও।

সিলেটে এদিন নিজেদের শেষ ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন শান্ত। ওপেনিংয়ে নেমে খেলেছেন ৪৮ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৮ রানের ইনিংস। যার সুবাদে নির্ধারিত ওভারে ৮ উইকেট খরচায় ১৮১ রানের পুঁজি পায় রাজশাহী।

রাজশাহীর বাদ পড়া আগেই নিশ্চিত হয়ে গেলেও টিকে ছিল সিলেট। তবে সেই সমীকরণ মেলাতে আজ জিততে হতো তাদের। ম্যাচ জিততে ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে সিলেটকে জিশান আলম স্বপ্ন দেখালেও শেষদিকে আর সেটি সম্ভব হয়নি। জিশান ৬০ রান করে সাজঘরে ফিরলে ধস নামে সিলেটের ব্যাটিংয়ে।

১২৬ থেকে ১৪২—আসাদউজ্জামানের দাপুটে বোলিং আর শান্তর ‘কিপটে’ বোলিংয়ে মাত্র ১৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে সিলেট। শেষ পর্যন্ত দলটির ইনিংস থামে ৮ উইকেটে ১৫৫ রানে। ২৬ রানের জয়ে আসর শেষ করে রাজশাহী।

সংক্ষিপ্ত স্কোর-

রাজশাহী বিভাগ: ২০ ওভারে ১৮১/৮ (শান্ত ৭৮, সাব্বির ৩০, হাবিবুর ২৫; খালেদ ৩/২৪, ইবাদত ২/২৯, তোফায়েল ২/৩৫)।

সিলেট বিভাগ: ২০ ওভারে ১৫৫/৮ (জিশান ৬০, পিনাক ২৭, তোফায়েল ১৮; আসাদউজ্জামান ৪/২৪, কিবরিয়া ১/৮, সাব্বির ১/১৪, শান্ত ১/১৯)।

ফল: রাজশাহী বিভাগ ২৬ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: নাজমুল হোসেন শান্ত।