ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

পাকিস্তানের কোচিং ছাড়া নিয়ে বোমা ফাটালেন গিলেস্পি

আকাশ স্পোর্টস ডেস্ক :

সম্প্রতি পাকিস্তানের লাল বলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ক্রিকেটার জেসন গিলেস্পি। কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর এক বছরও টিকতে পারেননি তিনি। কেন তাকে পদত্যাগ করতে হলো এ নিয়ে নানা মহলে যখন চলছে আলোচনা। তখন পদত্যাগ করা ইস্যুতে মুখ খুলেছেন সাবেক এই কোচ। পিসিবির বিপক্ষে রীতিমতো বোমা ফাটিয়েছেন এই অজি।

দক্ষিণ আফ্রিকা সিরিজের আগ মুহূর্তে লাল বলে পাকিস্তানের কোচিং পদ থেকে পদত্যাগ করেন গিলেস্পি। তার আগে, সাদা বলের কোচ গ্যারি কারস্টেনও একই কাজ করেছেন। দু’জনকেই একই সময়ে নিয়োগ দিয়েছিল পিসিবি। যা নিয়ে এবার এবিসি রেডিওতে কথা বলেছেন গিলেস্পি। জানিয়েছেন পাকিস্তানের কোচিং পদ থেকে সরে দাঁড়ানোর কারণ।

কোচিং পদ থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে সহকারী কোচ টিম নিলসনকে সরিয়ে দেওয়ার বিষয়টি সামনে এনেছেন গিলেস্পি। যেখানে তার দাবি, তার সঙ্গে আলোচনা না করে নিলসনকে সরিয়ে দিয়ে তাকেও সরে যাওয়ার বার্তা দিতে চেয়েছে পিসিবি।

এ ব্যাপারে গিলেস্পি বলেন, ‘একজন প্রধান কোচ হিসাবে, আপনি আপনার নিয়োগকর্তার সাথে স্পষ্ট যোগাযোগ করতে পছন্দ করবেন। অথচ তারা সেটি করেনি। সিনিয়র হাই-পারফরম্যান্স সহকারী কোচ না থাকার সিদ্ধান্তটি আমি একেই বারেই জানতে পারেনি। যা আমাকে অবাক করেছে।’

নিলসনকে বরখাস্ত করায় হতাশা প্রকাশ করে গিলেস্পি বলেন, ‘টেস্ট অধিনায়ক শান মাসুদের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল এবং আমরা অবশ্যই সঠিক পথে যাচ্ছিলাম। আর এর মাঝ পথে এমনটি হলো। এ কারণেই এই সিদ্ধান্তটি এত হতাশাজনক। টিম তার ভূমিকায় কার্যকর ছিল। খেলোয়াড়রা তার থেকে অনেক কিছু পেয়েছিলেন। তারা তাকে ‘দাদা’ বলেও ডাকত।’

এর আগে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ হারায় কোচ হিসেবে নির্বাচকের ভূমিকা থেকেও সরিয়ে দেওয়া হয় গিলেস্পিকে। যা তাকে ব্যথিত করলেও মেনে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত নিলসনকে বরখাস্ত করা মানতে পারেননি তিনি। তার মতে, এটি তার মনে প্রশ্ন জাগিয়েছে তাকেও বাদ দেওয়ার কৌশল কিনা এটি পিসিবির। যে কারণে নিজে থেকেই পদত্যাগের পথ বেছে নিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের কোচিং ছাড়া নিয়ে বোমা ফাটালেন গিলেস্পি

আপডেট সময় ০৩:৪৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

আকাশ স্পোর্টস ডেস্ক :

সম্প্রতি পাকিস্তানের লাল বলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ক্রিকেটার জেসন গিলেস্পি। কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর এক বছরও টিকতে পারেননি তিনি। কেন তাকে পদত্যাগ করতে হলো এ নিয়ে নানা মহলে যখন চলছে আলোচনা। তখন পদত্যাগ করা ইস্যুতে মুখ খুলেছেন সাবেক এই কোচ। পিসিবির বিপক্ষে রীতিমতো বোমা ফাটিয়েছেন এই অজি।

দক্ষিণ আফ্রিকা সিরিজের আগ মুহূর্তে লাল বলে পাকিস্তানের কোচিং পদ থেকে পদত্যাগ করেন গিলেস্পি। তার আগে, সাদা বলের কোচ গ্যারি কারস্টেনও একই কাজ করেছেন। দু’জনকেই একই সময়ে নিয়োগ দিয়েছিল পিসিবি। যা নিয়ে এবার এবিসি রেডিওতে কথা বলেছেন গিলেস্পি। জানিয়েছেন পাকিস্তানের কোচিং পদ থেকে সরে দাঁড়ানোর কারণ।

কোচিং পদ থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে সহকারী কোচ টিম নিলসনকে সরিয়ে দেওয়ার বিষয়টি সামনে এনেছেন গিলেস্পি। যেখানে তার দাবি, তার সঙ্গে আলোচনা না করে নিলসনকে সরিয়ে দিয়ে তাকেও সরে যাওয়ার বার্তা দিতে চেয়েছে পিসিবি।

এ ব্যাপারে গিলেস্পি বলেন, ‘একজন প্রধান কোচ হিসাবে, আপনি আপনার নিয়োগকর্তার সাথে স্পষ্ট যোগাযোগ করতে পছন্দ করবেন। অথচ তারা সেটি করেনি। সিনিয়র হাই-পারফরম্যান্স সহকারী কোচ না থাকার সিদ্ধান্তটি আমি একেই বারেই জানতে পারেনি। যা আমাকে অবাক করেছে।’

নিলসনকে বরখাস্ত করায় হতাশা প্রকাশ করে গিলেস্পি বলেন, ‘টেস্ট অধিনায়ক শান মাসুদের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল এবং আমরা অবশ্যই সঠিক পথে যাচ্ছিলাম। আর এর মাঝ পথে এমনটি হলো। এ কারণেই এই সিদ্ধান্তটি এত হতাশাজনক। টিম তার ভূমিকায় কার্যকর ছিল। খেলোয়াড়রা তার থেকে অনেক কিছু পেয়েছিলেন। তারা তাকে ‘দাদা’ বলেও ডাকত।’

এর আগে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ হারায় কোচ হিসেবে নির্বাচকের ভূমিকা থেকেও সরিয়ে দেওয়া হয় গিলেস্পিকে। যা তাকে ব্যথিত করলেও মেনে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত নিলসনকে বরখাস্ত করা মানতে পারেননি তিনি। তার মতে, এটি তার মনে প্রশ্ন জাগিয়েছে তাকেও বাদ দেওয়ার কৌশল কিনা এটি পিসিবির। যে কারণে নিজে থেকেই পদত্যাগের পথ বেছে নিয়েছেন তিনি।