ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

ক্ষমা চেয়ে পদত্যাগপত্র জমা দিলেন দ. কোরিয় প্রতিরক্ষামন্ত্রী

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন বুধবার দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেই সঙ্গে তার দেশের নাগরিকের কাছে ক্ষমাও চেয়েছেন হিউন।

সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী হিউন নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, তিনি তার পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে জমা দিয়েছেন।

এর আগে মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল মার্শাল ল ঘোষণা দেওয়ার পর তার সিনিয়র প্রেসিডেনশিয়াল স্টাফরাও সম্মিলিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আর বুধবার সকালে প্রেসিডেন্টের কার্যালয় প্রধান ও সিনিয়র সচিবদের গণপদত্যাগের ঘোষণা সাংবাদিকদের জানানো হয়।

প্রধান স্টাফ চুং জিন-সুকের নেতৃত্বে সিনিয়র কর্মকর্তারা এক বৈঠকে সর্বসম্মতভাবে এই পদত্যাগের সিদ্ধান্ত নেন।

রাজনৈতিক অস্থিরতা-

দক্ষিণ কোরিয়ায় অভূতপূর্ব মার্শাল ল ঘোষণার পরই মূলত এই পদত্যাগের ঘটনাগুলো ঘটল। মঙ্গলবার দেশটিতে মার্শাল ল জারির সঙ্গে সঙ্গেই তা সংসদে বাতিল করা হয়। এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট অস্থির হয়ে পড়ে।

প্রেসিডেন্ট ইউন মঙ্গলবার রাতে ৪৫ বছরের মধ্যে প্রথমবারের মতো মার্শাল ল কার্যকর করেন। তবে ৩০০ আসনের সংসদে ১৯০ জন আইনপ্রণেতা তার এই পদক্ষেপের বিপক্ষে ভোট দিলে তাকে তা প্রত্যাহার করতে বাধ্য করা হয়।

প্রধানমন্ত্রী হান ডাক-সু’র সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে সংসদের সিদ্ধান্ত মেনে নিয়ে ইউন তার মার্শাল ল প্রত্যাহার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমা চেয়ে পদত্যাগপত্র জমা দিলেন দ. কোরিয় প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় ০৭:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন বুধবার দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেই সঙ্গে তার দেশের নাগরিকের কাছে ক্ষমাও চেয়েছেন হিউন।

সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী হিউন নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, তিনি তার পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে জমা দিয়েছেন।

এর আগে মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল মার্শাল ল ঘোষণা দেওয়ার পর তার সিনিয়র প্রেসিডেনশিয়াল স্টাফরাও সম্মিলিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আর বুধবার সকালে প্রেসিডেন্টের কার্যালয় প্রধান ও সিনিয়র সচিবদের গণপদত্যাগের ঘোষণা সাংবাদিকদের জানানো হয়।

প্রধান স্টাফ চুং জিন-সুকের নেতৃত্বে সিনিয়র কর্মকর্তারা এক বৈঠকে সর্বসম্মতভাবে এই পদত্যাগের সিদ্ধান্ত নেন।

রাজনৈতিক অস্থিরতা-

দক্ষিণ কোরিয়ায় অভূতপূর্ব মার্শাল ল ঘোষণার পরই মূলত এই পদত্যাগের ঘটনাগুলো ঘটল। মঙ্গলবার দেশটিতে মার্শাল ল জারির সঙ্গে সঙ্গেই তা সংসদে বাতিল করা হয়। এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট অস্থির হয়ে পড়ে।

প্রেসিডেন্ট ইউন মঙ্গলবার রাতে ৪৫ বছরের মধ্যে প্রথমবারের মতো মার্শাল ল কার্যকর করেন। তবে ৩০০ আসনের সংসদে ১৯০ জন আইনপ্রণেতা তার এই পদক্ষেপের বিপক্ষে ভোট দিলে তাকে তা প্রত্যাহার করতে বাধ্য করা হয়।

প্রধানমন্ত্রী হান ডাক-সু’র সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে সংসদের সিদ্ধান্ত মেনে নিয়ে ইউন তার মার্শাল ল প্রত্যাহার করেন।