অাকাশ জাতীয় ডেস্ক:
বাগেরহাটের মোংলার পশুর নদীর পশ্চিম পাড়স্থ বানীশান্তা ঘাট এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ২টি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। এ সময় ওই এলাকা থেকে সন্দেহজনক হালিম শিকারী নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
কোস্টগার্ড পশ্চিম (মোংলা) জোন’র অপারেশন অফিসার লে. এম এইচ আই সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা বাজার ঘাট এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। অভিযানকারীরা এ সময় ঘাট সংলগ্ন এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ২টি একনলা বন্দুক উদ্ধার করে। পরে ওই এলাকায় সন্দেহজনক মো. হালিম শিকারী (৩৮) নামের একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ খুলনার পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। হালিম খুলনার জেলার দাকোপ থানার হোগলারচর গ্রামের ইয়াকুবের ছেলে।
আকাশ নিউজ ডেস্ক 
























