ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

সাবেক এমপি ফজলে করিমের ফাঁসি চেয়ে চট্টগ্রামে বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক :

চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ-সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। বিক্ষোভ সমাবেশে তিনি ছাড়াও সাবেক স্ত্রী রিজোয়ানা ইউসুফ ও ছেলে ফারাজ করিম চৌধুরীকে গ্রেফতারের দাবি জানানো হয়। রোববার (২৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মিছিলে স্লোগান দেওয়া হয়-‘অনলাইনে কিসের কোর্ট, প্রশাসন জবাব চাই’, ‘ফজলে করিমের টাকার গোলাম, প্রশাসন তোমায় সালাম’, ‘বিচার বিচার বিচার চাই, জুইন্নার বিচার চাই।’ মিছিলের একপর্যায়ে ফজলে করিমের ছবিযুক্ত ব্যানার পদদলিত ও জুতা নিক্ষেপ করা হয়।

বিক্ষোভে ফজলে করিমকে বিশেষ সুবিধায় ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। মিছিলের সামনে বহন করা হয় ‘বৈষম্যবিরোধী সাধারণ ছাত্র ও চট্টগ্রামের সর্বস্তরের জনগণ’ নামের ব্যানার। মিছিলের একপর্যায়ে যোগ দেন আইনজীবীরা। তারা বলেন, ফজলে করিমকে কারাগার থেকে আদালতে হাজির না করে ভার্চুয়াল মাধ্যমে মামলার শুনানি করা হচ্ছে। আদালতের এ ধরনের শুনানির আদেশ বাতিল করতে হবে। অন্যথায় এই নিয়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভে বক্তারা বলেন, ২১ জুলাই স্থানীয় একটি দৈনিকে ফজলে করিম ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রামকে পাহারা দিতে রাউজানবাসী যথেষ্ট। তার বাহিনী দিয়ে ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালানোর পরোক্ষ হুমকিও দিয়েছিলেন। রাউজানের সন্ত্রাসীরা ছাত্রদের ওপর হামলা করেছিল। ফজলে করিমের পাথরঘাটার বাসা থেকে হামলায় অস্ত্র সরবরাহ করা হয়েছিল। ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার করে বিজিবি। তার বিরুদ্ধে ১০টি মামলা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

সাবেক এমপি ফজলে করিমের ফাঁসি চেয়ে চট্টগ্রামে বিক্ষোভ

আপডেট সময় ১১:১৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

আকাশ জাতীয় ডেস্ক :

চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ-সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। বিক্ষোভ সমাবেশে তিনি ছাড়াও সাবেক স্ত্রী রিজোয়ানা ইউসুফ ও ছেলে ফারাজ করিম চৌধুরীকে গ্রেফতারের দাবি জানানো হয়। রোববার (২৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মিছিলে স্লোগান দেওয়া হয়-‘অনলাইনে কিসের কোর্ট, প্রশাসন জবাব চাই’, ‘ফজলে করিমের টাকার গোলাম, প্রশাসন তোমায় সালাম’, ‘বিচার বিচার বিচার চাই, জুইন্নার বিচার চাই।’ মিছিলের একপর্যায়ে ফজলে করিমের ছবিযুক্ত ব্যানার পদদলিত ও জুতা নিক্ষেপ করা হয়।

বিক্ষোভে ফজলে করিমকে বিশেষ সুবিধায় ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। মিছিলের সামনে বহন করা হয় ‘বৈষম্যবিরোধী সাধারণ ছাত্র ও চট্টগ্রামের সর্বস্তরের জনগণ’ নামের ব্যানার। মিছিলের একপর্যায়ে যোগ দেন আইনজীবীরা। তারা বলেন, ফজলে করিমকে কারাগার থেকে আদালতে হাজির না করে ভার্চুয়াল মাধ্যমে মামলার শুনানি করা হচ্ছে। আদালতের এ ধরনের শুনানির আদেশ বাতিল করতে হবে। অন্যথায় এই নিয়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভে বক্তারা বলেন, ২১ জুলাই স্থানীয় একটি দৈনিকে ফজলে করিম ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রামকে পাহারা দিতে রাউজানবাসী যথেষ্ট। তার বাহিনী দিয়ে ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালানোর পরোক্ষ হুমকিও দিয়েছিলেন। রাউজানের সন্ত্রাসীরা ছাত্রদের ওপর হামলা করেছিল। ফজলে করিমের পাথরঘাটার বাসা থেকে হামলায় অস্ত্র সরবরাহ করা হয়েছিল। ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার করে বিজিবি। তার বিরুদ্ধে ১০টি মামলা করা হয়েছে।