ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

ভারতীয় ভিসা আবেদনের পেমেন্ট অনলাইনে

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে ভারতীয় হাই কমিশন ভিসা আবেদন প্রক্রিয়া সহজতর ও আবেদনকারী-বান্ধব করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে, ভারতীয় হাই কমিশনের পক্ষে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পরিচালিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রসমূহ (আইভিএসি সমূহ) ৪ অক্টোবর ২০১৭ থেকে ‘ক্যাশলেস’ ভিসা আবেদন ব্যবস্থা প্রবর্তন করছে।

এর মানে হচ্ছে, কোন আবেদকারী অনলাইন পেমেন্ট মোড ব্যবহার করে তার ভিসা আবেদন প্রক্রিয়াকরণ ফি পরিশোধ করতে সক্ষম হবেন। আবেদনকারীরা আবেদনপত্রটি পূরণ করে আইভিএসিতে আবেদনপত্র জমাদানের আগে অনলাইনে তার পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। মোবাইল ওয়ালেটের মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়াকরণ ফি-র বিদ্যমান পেমেন্ট মোড পুনরায় নোটিশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

ভিসা আবেদন প্রক্রিয়াকরণ ফি-র জন্য অনলাইন পেমেন্ট (রাতদিন ২৪ ঘন্টা) নিম্মোক্ত উপায়ে করা যাবে:

⦁আইভিএসি ওয়েবসাইট ⦁   www.ivacbd.com ভিজিট করুন, ‘অনলাইন ভিসা এ্যাপলিকেশন’ লিংকে ক্লিক করুন এবং ভিসা আবেদনপত্র পূরণ করুন;

⦁তারপর পেমেন্টের জন্য ‘অনলাইন এ্যাপলিকেশন ফি পেমেন্ট’ লিংকে ক্লিক করুন;

⦁আপনি পেমেন্টের বিভিন্ন মোড-ডেবিট/ ক্রেডিট কার্ড (ভিসা/মাস্টার/এমেক্স ইত্যাদি), ইন্টারনেট ব্যাংকিং, বিভিন্ন ব্যাংকের মোবাইল ওয়ালেট প্রভৃতি পাবেন। আপনার যে কোন সুলভ পেমেন্ট মোড বেছে নেবার সুযোগ আছে;

⦁পেমেন্ট অনুমোদন করার আগে বিস্তারিত তথ্য যেমন ওয়েবফাইল নম্বর, পাসপোর্ট নম্বর প্রভৃতি ঢোকান;

⦁আপনার কাছে পেমেন্টের নিশ্চিতকরণ বার্তা আসবে অথবা আপনি পেমেন্ট আবেদন পাতায় পাওয়া ‘চেক পেমেন্ট স্ট্যাটাস’ লিংক ব্যবহার করে ওয়েবফাইল নম্বরের বিপরীতে আপনার পেমেন্ট চেক করতে পারেন;

⦁এই প্রক্রিয়া সম্পন্ন হলে, আপনাকে আপনার পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সশরীরে যে কোন আইভিএসি-তে গিয়ে আপনার আবেদনপত্র জমা দিতে অনুরোধ করা হচ্ছে।

আবেদনকারীদের অনলাইন ভিসা আবেদন পূরণ করে তাদের বাড়ি/অফিস/আইভিএসি-তে জমা দিতে আসার আগে সুবিধামত প্রক্রিয়াকরণ ফি জমা দিয়ে আইভিএসিসমূহে আবেদনপত্র জমা দিতে অনুরোধ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

ভারতীয় ভিসা আবেদনের পেমেন্ট অনলাইনে

আপডেট সময় ১১:৩৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে ভারতীয় হাই কমিশন ভিসা আবেদন প্রক্রিয়া সহজতর ও আবেদনকারী-বান্ধব করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে, ভারতীয় হাই কমিশনের পক্ষে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পরিচালিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রসমূহ (আইভিএসি সমূহ) ৪ অক্টোবর ২০১৭ থেকে ‘ক্যাশলেস’ ভিসা আবেদন ব্যবস্থা প্রবর্তন করছে।

এর মানে হচ্ছে, কোন আবেদকারী অনলাইন পেমেন্ট মোড ব্যবহার করে তার ভিসা আবেদন প্রক্রিয়াকরণ ফি পরিশোধ করতে সক্ষম হবেন। আবেদনকারীরা আবেদনপত্রটি পূরণ করে আইভিএসিতে আবেদনপত্র জমাদানের আগে অনলাইনে তার পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। মোবাইল ওয়ালেটের মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়াকরণ ফি-র বিদ্যমান পেমেন্ট মোড পুনরায় নোটিশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

ভিসা আবেদন প্রক্রিয়াকরণ ফি-র জন্য অনলাইন পেমেন্ট (রাতদিন ২৪ ঘন্টা) নিম্মোক্ত উপায়ে করা যাবে:

⦁আইভিএসি ওয়েবসাইট ⦁   www.ivacbd.com ভিজিট করুন, ‘অনলাইন ভিসা এ্যাপলিকেশন’ লিংকে ক্লিক করুন এবং ভিসা আবেদনপত্র পূরণ করুন;

⦁তারপর পেমেন্টের জন্য ‘অনলাইন এ্যাপলিকেশন ফি পেমেন্ট’ লিংকে ক্লিক করুন;

⦁আপনি পেমেন্টের বিভিন্ন মোড-ডেবিট/ ক্রেডিট কার্ড (ভিসা/মাস্টার/এমেক্স ইত্যাদি), ইন্টারনেট ব্যাংকিং, বিভিন্ন ব্যাংকের মোবাইল ওয়ালেট প্রভৃতি পাবেন। আপনার যে কোন সুলভ পেমেন্ট মোড বেছে নেবার সুযোগ আছে;

⦁পেমেন্ট অনুমোদন করার আগে বিস্তারিত তথ্য যেমন ওয়েবফাইল নম্বর, পাসপোর্ট নম্বর প্রভৃতি ঢোকান;

⦁আপনার কাছে পেমেন্টের নিশ্চিতকরণ বার্তা আসবে অথবা আপনি পেমেন্ট আবেদন পাতায় পাওয়া ‘চেক পেমেন্ট স্ট্যাটাস’ লিংক ব্যবহার করে ওয়েবফাইল নম্বরের বিপরীতে আপনার পেমেন্ট চেক করতে পারেন;

⦁এই প্রক্রিয়া সম্পন্ন হলে, আপনাকে আপনার পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সশরীরে যে কোন আইভিএসি-তে গিয়ে আপনার আবেদনপত্র জমা দিতে অনুরোধ করা হচ্ছে।

আবেদনকারীদের অনলাইন ভিসা আবেদন পূরণ করে তাদের বাড়ি/অফিস/আইভিএসি-তে জমা দিতে আসার আগে সুবিধামত প্রক্রিয়াকরণ ফি জমা দিয়ে আইভিএসিসমূহে আবেদনপত্র জমা দিতে অনুরোধ করা হচ্ছে।