ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলনের ঘোষণা অটোরিকশা চালকদের

আকাশ জাতীয় ডেস্ক:   

সিএনজিচালিত অটোরিকশা চালকদের রেজিস্ট্রেশন (ব্লু বুক) দেওয়া ও পুলিশি হয়রানি বন্ধসহ ছয় দফা দাবি আদায়ে আন্দোলনে নামছে সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ। এসব দাবি আদায়ে আগামী সোমবার (১৯ সেপ্টেম্বর) বিআরটিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেওয়া এবং বিক্ষোভ সমাবেশের কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের কার্যকরী কমিটির আয়োজিত সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। সভার পর গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

সভায় বক্তারা বলেন, ঢাকা সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের ধারাবাহিক আন্দোলনের প্রেক্ষিতে নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্রমূলক তৎপরতা। ছয় দফা দাবিকে বিভক্ত ও বিভ্রান্ত করার জন্য বিআরটিএ চেয়ারম্যান মালিকপক্ষ ও তাদের স্বার্থরক্ষাকারী নামধারী শ্রমিকনেতাদের নিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর ত্রিপক্ষীয় সভা আহ্বান করে ভাড়া বৃদ্ধির নামে দৈনিক জমা বৃদ্ধির অপতৎপরতায় লিপ্ত হয়েছেন।

বক্তারা বলেন, ঢাকায় প্রতিদিন চালকদের এক হাজার ৬০০ টাকা ঋণের বোঝা নিয়ে দিন শুরু করতে হয়। তার উপর রাস্তায় চলাচলের সময় পুলিশ মিটারের অজুহাতে ৭০০ টাকা থেকে আড়াই হাজার টাকার মামলা দেয়। ২০০৭ সালে জরুরি অবস্থার সময়ে চালকদের আন্দোলনের মুখে লাইসেন্সধারী পাঁচ হাজার সিএনজি অটোরিকশা চালকদের রেজিস্ট্রেশন (ব্লু বুক) দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু তিন হাজার ১৯৬ জন চালকের কাছ থেকে ট্রেজারি চালানসহ আবেদন গ্রহণ করা হয়; বাকি এক হাজার ৮০৪ জন চালকদের আবেদনের প্রক্রিয়াই চালু হয়নি।

সংগঠনের আহ্বায়ক শেখ হানিফের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহসভাপতি মো. খলিলুর রহমান, বাংলাদেশ স-মিল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রজত বিশ্বাস ও ট্রেড ইউনিয়ন সংঘের ঢাকা মহানগর কমিটির সভাপতি প্রকাশ দত্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলনের ঘোষণা অটোরিকশা চালকদের

আপডেট সময় ০৬:১৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২

আকাশ জাতীয় ডেস্ক:   

সিএনজিচালিত অটোরিকশা চালকদের রেজিস্ট্রেশন (ব্লু বুক) দেওয়া ও পুলিশি হয়রানি বন্ধসহ ছয় দফা দাবি আদায়ে আন্দোলনে নামছে সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ। এসব দাবি আদায়ে আগামী সোমবার (১৯ সেপ্টেম্বর) বিআরটিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেওয়া এবং বিক্ষোভ সমাবেশের কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের কার্যকরী কমিটির আয়োজিত সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। সভার পর গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

সভায় বক্তারা বলেন, ঢাকা সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের ধারাবাহিক আন্দোলনের প্রেক্ষিতে নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্রমূলক তৎপরতা। ছয় দফা দাবিকে বিভক্ত ও বিভ্রান্ত করার জন্য বিআরটিএ চেয়ারম্যান মালিকপক্ষ ও তাদের স্বার্থরক্ষাকারী নামধারী শ্রমিকনেতাদের নিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর ত্রিপক্ষীয় সভা আহ্বান করে ভাড়া বৃদ্ধির নামে দৈনিক জমা বৃদ্ধির অপতৎপরতায় লিপ্ত হয়েছেন।

বক্তারা বলেন, ঢাকায় প্রতিদিন চালকদের এক হাজার ৬০০ টাকা ঋণের বোঝা নিয়ে দিন শুরু করতে হয়। তার উপর রাস্তায় চলাচলের সময় পুলিশ মিটারের অজুহাতে ৭০০ টাকা থেকে আড়াই হাজার টাকার মামলা দেয়। ২০০৭ সালে জরুরি অবস্থার সময়ে চালকদের আন্দোলনের মুখে লাইসেন্সধারী পাঁচ হাজার সিএনজি অটোরিকশা চালকদের রেজিস্ট্রেশন (ব্লু বুক) দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু তিন হাজার ১৯৬ জন চালকের কাছ থেকে ট্রেজারি চালানসহ আবেদন গ্রহণ করা হয়; বাকি এক হাজার ৮০৪ জন চালকদের আবেদনের প্রক্রিয়াই চালু হয়নি।

সংগঠনের আহ্বায়ক শেখ হানিফের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহসভাপতি মো. খলিলুর রহমান, বাংলাদেশ স-মিল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রজত বিশ্বাস ও ট্রেড ইউনিয়ন সংঘের ঢাকা মহানগর কমিটির সভাপতি প্রকাশ দত্ত।