আকাশ জাতীয় ডেস্ক:
বিরল উপজলার এক এসএসসি পরীক্ষার্থী বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষা দিয়েছে। শিক্ষার্থীর নাম সাব্বির হোসেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টায় বিরল উপজলার ভান্ডারা ইউনিয়নর রামপুর (কামারপাড়া) গ্রামে সাব্বিরের বাবা মিজানুর রহমানের (৫৫) মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাংলা প্রথমপত্র বিষয়ের পরীক্ষা দেয় সে।
সাব্বির ভান্ডারা ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার পরীক্ষার কেন্দ্র পড়েছে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।
স্থানীয়রা জানান, সাব্বিরের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন। তিনি একজন পান ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার বিকেলে নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ চন্দ্র রায় বলেন, সাব্বিরকে তার বাবা অনেক কষ্ট করে পড়ালেখা করাচ্ছিলেন। আমরা সকালে তার মৃত্যুর খবর পেয়েছি। সাব্বির পরীক্ষায় অংশ নিয়েছে। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি।
আকাশ নিউজ ডেস্ক 
























