আকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিয়াসী আক্তার (২১) নামে এক গৃহবধূ হত্যার বিচারের দাবিতে তার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় লাশ নিয়ে আসামিদের ফাঁসির দাবিতে এ বিক্ষোভ করেন তারা।
এর আগে সোমবার সোনারগাঁয়ের মোগরাপাড়ার ইউছুফগঞ্জ কামরুল ফকিরের বাড়ি থেকে পিয়াসী আক্তারের (২১) লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পুলিশ নিহত পিয়াসী আক্তারের স্বামী ওমর ফারুক (৩৮) ও বড়ভাই মো. বিল্লাল হোসাইনকে (৪৫) গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া মাদ্রাসা রোড এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে। নিহত পিয়াসী আক্তার মিজমিজি ক্যানালপাড় এলাকার মৃত নিজাম উদ্দিনের মেয়ে।
নিহত পিয়াসী আক্তারের মা মাহমুদা আক্তার শিল্পী জানান, প্রায় ২ বছর পূর্বে পিয়াসী আক্তারের সঙ্গে পারিবারিকভাবে ওমর ফারুকের বিবাহ হয়। ওমর ফারুক বিবাহের পূর্বে একটি ও পরে আরও দুইটি বিয়ে করেছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ লেগেই থাকত। এ ঘটনায় আমরা আদালতে একটি নারী নির্যাতন মামলা করেছিলাম। এক সপ্তাহে পূর্বে আপোস মীমাংসা করার কথা বললে আমরা মামলা তুলে নেই। এরপর ৫-৬ দিন পূর্বে তার স্বামী ওমর ফারুক পিয়াসী আক্তারকে নিয়ে সোনারগাঁয়ের মোগরাপাড়ার ইউছুফগঞ্জ এলাকার কামরুল ফকিরের বাড়িতে বাসা ভাড়া নেয়। সোমবার পুলিশের ফোন পেয়ে আমার মেয়ের মৃত্যু সংবাদ পাই।
এদিকে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় লাশ নিয়ে এলে আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী।
সোনারগাঁও থানার এসআই আনিসুর রহমান জানান, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। নিহতের স্বামী ওমর ফারুক ও বড়ভাই মো. বিল্লাল হোসাইনকে গ্রেফতার করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















