ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

বড় জয়ে আসর শুরু বাংলাদেশের

আকাশ স্পোর্টস ডেস্ক:

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বড় জয় দিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ। সাফ মিশন শুরু করার আগেই প্রত্যাশার কথা জানাতে গিয়ে দলের অধিনায়ক ইমরান খান জানিয়েছিলেন প্রথম ম্যাচে জয় দিয়ে আসর শুরু করতে চান তারা।

হলও তেমনটাই। বড় জয় দিয়েই আসর শুরু করলো লাল-সবুজ জার্সি ধারিরা। স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ।

কলম্বোর রেসকোর্স মাঠে শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরে বাংলাদেশ। অধিকাংশ সময় প্রতিপক্ষের হাফ লাইনের ওপরে খেলা হয়েছে। বৃষ্টির জন্য শ্রীলঙ্কার রেসকোর্স মাঠ খুব ভারি ছিল। দুই দলের ফুটবলারদেরই বেশ কষ্ট হয়েছে স্বাভাবিক ফুটবল খেলতে। বাংলাদেশ ম্যাচের ১০ মিনিটে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। শুরুর ঝড়ে দুই গোল আদায়ের পরই মনে হয়েছিল বড় ব্যবধানের জয় নিয়েই টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।

ষষ্ঠ মিনিটেই মিরাজুল ইসলামের শট লঙ্কান গোলরক্ষক ধরতে না পারলে এগিয়ে এসে সেই বলই জালে পাঠিয়ে দেন রুবেল শেখ। ঘড়ির কাঁটা ১০ ছুঁতেই আরও এক গোল। এবার ডান দিক থ্রো ইনের পর ফাঁকায় বল পেয়ে জালে জড়ায় মোর্শেদ আলী। এর পরের লম্বা একটা সময় হতাশা।

ম্যাচের ৭৫ মিনিটে বাংলাদেশ তৃতীয় গোলটি করে। কাউন্টার অ্যাটাক থেকে এক ক্রসে মোর্শেদ আবারও প্লেসিংয়ে গোল করেন। সেই গোলের এক মিনিট পরেই শ্রীলঙ্কা একটি গোল করে। সেই গোলে অবশ্য শ্রীলঙ্কার ফরোয়ার্ডের চেয়ে বাংলাদেশের গোলরক্ষক আসিফের ব্যর্থতা বেশি। কাদা মাঠে বক্সের বাইরে লঙ্কান ফরোয়ার্ডকে কাটাতে গিয়ে বল হারান। লঙ্কান ফরোয়ার্ড বল পেয়ে গোলরক্ষককে পেছনে ফেলে ফাঁকা জালে বল পাঠাতে ভুল করেননি।

গোল দিয়ে শ্রীলঙ্কা ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশ সেটি হতে দেয়নি। দুই মিনিটের মধ্যে আরেকটি গোল দিয়ে স্বাগতিকদের চাপেই রাখে। ডান প্রান্তে পাওয়া ফ্রি কিক থেকে সিরাজুল ইসলাম হেডে গোল করে বাংলাদেশের লিড ৪-১ করেন।

মাঠ ভারি থাকায় খেলা অনেকটা ধীরগতির হয়েছে। মাঝে মধ্যে খেলায় ছেদ পড়েছে। রেফারি চার মিনিট ইনজুরি সময় দেন। সেই সময়ে বাংলাদেশ আরেকটি গোল করে। বদলি ফুটবলার নাজিম বক্সের মধ্যে ফাঁকা জায়গায় বল পেয়ে লঙ্কান গোলরক্ষককে বোকা বানাতে ভুল করেননি।

এদিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারত ৩-০ গোলে হারিয়েছে ভুটানকে। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে বুধবার, মালদ্বীপের বিপক্ষে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় জয়ে আসর শুরু বাংলাদেশের

আপডেট সময় ০৬:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২

আকাশ স্পোর্টস ডেস্ক:

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বড় জয় দিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ। সাফ মিশন শুরু করার আগেই প্রত্যাশার কথা জানাতে গিয়ে দলের অধিনায়ক ইমরান খান জানিয়েছিলেন প্রথম ম্যাচে জয় দিয়ে আসর শুরু করতে চান তারা।

হলও তেমনটাই। বড় জয় দিয়েই আসর শুরু করলো লাল-সবুজ জার্সি ধারিরা। স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ।

কলম্বোর রেসকোর্স মাঠে শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরে বাংলাদেশ। অধিকাংশ সময় প্রতিপক্ষের হাফ লাইনের ওপরে খেলা হয়েছে। বৃষ্টির জন্য শ্রীলঙ্কার রেসকোর্স মাঠ খুব ভারি ছিল। দুই দলের ফুটবলারদেরই বেশ কষ্ট হয়েছে স্বাভাবিক ফুটবল খেলতে। বাংলাদেশ ম্যাচের ১০ মিনিটে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। শুরুর ঝড়ে দুই গোল আদায়ের পরই মনে হয়েছিল বড় ব্যবধানের জয় নিয়েই টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।

ষষ্ঠ মিনিটেই মিরাজুল ইসলামের শট লঙ্কান গোলরক্ষক ধরতে না পারলে এগিয়ে এসে সেই বলই জালে পাঠিয়ে দেন রুবেল শেখ। ঘড়ির কাঁটা ১০ ছুঁতেই আরও এক গোল। এবার ডান দিক থ্রো ইনের পর ফাঁকায় বল পেয়ে জালে জড়ায় মোর্শেদ আলী। এর পরের লম্বা একটা সময় হতাশা।

ম্যাচের ৭৫ মিনিটে বাংলাদেশ তৃতীয় গোলটি করে। কাউন্টার অ্যাটাক থেকে এক ক্রসে মোর্শেদ আবারও প্লেসিংয়ে গোল করেন। সেই গোলের এক মিনিট পরেই শ্রীলঙ্কা একটি গোল করে। সেই গোলে অবশ্য শ্রীলঙ্কার ফরোয়ার্ডের চেয়ে বাংলাদেশের গোলরক্ষক আসিফের ব্যর্থতা বেশি। কাদা মাঠে বক্সের বাইরে লঙ্কান ফরোয়ার্ডকে কাটাতে গিয়ে বল হারান। লঙ্কান ফরোয়ার্ড বল পেয়ে গোলরক্ষককে পেছনে ফেলে ফাঁকা জালে বল পাঠাতে ভুল করেননি।

গোল দিয়ে শ্রীলঙ্কা ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশ সেটি হতে দেয়নি। দুই মিনিটের মধ্যে আরেকটি গোল দিয়ে স্বাগতিকদের চাপেই রাখে। ডান প্রান্তে পাওয়া ফ্রি কিক থেকে সিরাজুল ইসলাম হেডে গোল করে বাংলাদেশের লিড ৪-১ করেন।

মাঠ ভারি থাকায় খেলা অনেকটা ধীরগতির হয়েছে। মাঝে মধ্যে খেলায় ছেদ পড়েছে। রেফারি চার মিনিট ইনজুরি সময় দেন। সেই সময়ে বাংলাদেশ আরেকটি গোল করে। বদলি ফুটবলার নাজিম বক্সের মধ্যে ফাঁকা জায়গায় বল পেয়ে লঙ্কান গোলরক্ষককে বোকা বানাতে ভুল করেননি।

এদিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারত ৩-০ গোলে হারিয়েছে ভুটানকে। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে বুধবার, মালদ্বীপের বিপক্ষে।