আকাশ বিনোদন ডেস্ক :
না ফেরার দেশে চলে গেলেন ছোট ও বড়পর্দার সুপরিচিত মুখ অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।
পলি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার স্থানীয় সময় বেলা ১১টা ৫৭ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
স্ত্রী হারানোর দুঃসংবাদটি আনিসুর রহমান মিলন তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন। লিখেছেন, ‘আমার স্ত্রী পলি আহমেদ আজ সকালে ১১টা ৫৭ মিনিটে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মিলনের স্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসান।
তিনি বলেছেন, ‘আমাদের সবার প্রিয় অভিনেতা, অভিনয়শিল্পী সংঘের সহ-সভাপতি আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ না ফেরার দেশে চলে গেলেন। তার আত্মার শান্তি কামনা করছি। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।
এদিকে আনিসুর রহমান মিলনের স্ত্রীর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক জানিয়েছেন তার সহকর্মীসহ অনেক অনুরাগী। সকলে মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন এবং স্ত্রীহারা মিলনের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পলি আহমেদ ছিলেন মিলনের দ্বিতীয় স্ত্রী। অভিনেতার প্রথম স্ত্রীর নাম ছিল লুসি গোমেজ। ১৯৯৯ সালে তাদের বিয়ে হয়। ২০১৩ সালে তাদের দীর্ঘ দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে। এরপর দ্বিতীয় স্ত্রী পলির সঙ্গে মিলনের বিয়ে ও চার বছরের সংসার জীবনের গুঞ্জন শোনা গেলেও তা অস্বীকার করে আসছিলেন অভিনেতা।
তবে ২০১৩ সালের অক্টোবরে শ্রীলঙ্কায় স্ত্রী-পুত্র সামাজিক মাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করেন আনিসুর রহমান মিলন। সেই ছবি থেকে জানা যায়, তার স্ত্রীর নাম পলি আহমেদ এবং সন্তানের নাম মিহ্রান।
আকাশ নিউজ ডেস্ক 






















