ঢাকা ১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধেই আইনসভার উচ্চকক্ষ : আলী রীয়াজ ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন-পীড়ন, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ইরানি জনগণই স্বৈরশাসকদের ক্ষমতাচ্যুত করবে: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা

কমলগঞ্জে এক চোখ ও পুর্নাঙ্গ ৩২ টি দাঁত নিয়ে এক শিশুর জন্ম

অাকাশ জাতীয় ডেস্ক:

গল্পে এক চোখ ওয়ালা দ্বৈত বা মানুষের কথা অনেকই শুনেছেন। কিন্তু এবার বাস্তবে পাওয়া গেলো এক চোখ ও পুর্নাঙ্গ ৩২ টি দাঁত নিয়ে জন্ম নেয়া এক শিশুকে । এমন এক চোখ ও ৩২ টি পুর্নাঙ্গ দাঁত নিয়ে জন্ম হওয়া এক মৃত শিশুর সন্ধান পাওয়া গেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন এলাকায়।

স্হানীয় সূত্রে জানা যায়, অত্র ইউনিয়নের পূর্ব তেঁতইগাঁও গ্রামের হাফিজ উদ্দিনের মেয়ে ফরিদা আক্তার (২২) এর সামাজিক ভাবেই জামালপুর জেলার শেরপুর এলাকার সজিব আহমদের সাথে বিয়ে হয়েছিলো ।

বিয়ের তিন বছর পর গত শনিবার ভোর রাতে ফরিদার ঘরে বিস্ময়কর একটি শিশুর জন্ম গ্রহন করে। আর জন্ম হওয়ার কিছুক্ষনের মধ্যই শিশুটির মৃত্যু হয়।

খবরটি ১ অক্টোবর রোববার সকালে এলাকায় ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয় । মৃত শিশুটিকে এক নজর দেখার জন্য ফরিদার বাড়িতে উৎসুক জনতার ভীড় জমে। আদমপুর বাজারের একজন ব্যবসায়ী মন্নান খান জানান, জন্ম হওয়া মৃত শিশুটির কপালের বামপাশে বের হয়ে আসা একটি বড় চোখ এবং ৩২টি পুর্নাঙ্গ দাঁত রয়েছে জন্ম নেওয়া শিশুটি মাথার উপরভাগটিও ছত্রভত্র।

এদিকে অভিযোগ উঠেছে, বিস্ময়কর মৃত শিশুটির জন্ম হওয়ায়, এলাকার লোকজন শিশুটিকে অভিশপ্ত শিশু মনে করে তার দাফন কাফন করতে দিচ্ছেন না,মৃত শিশুরটির পরিবারের লোকজন এমন অভিযোগ করেন এই প্রতিবেদকের কাছে। আদমপুর বাজার সভাপতি জাহাঙ্গীর মন্না রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধেই আইনসভার উচ্চকক্ষ : আলী রীয়াজ

কমলগঞ্জে এক চোখ ও পুর্নাঙ্গ ৩২ টি দাঁত নিয়ে এক শিশুর জন্ম

আপডেট সময় ০১:০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

গল্পে এক চোখ ওয়ালা দ্বৈত বা মানুষের কথা অনেকই শুনেছেন। কিন্তু এবার বাস্তবে পাওয়া গেলো এক চোখ ও পুর্নাঙ্গ ৩২ টি দাঁত নিয়ে জন্ম নেয়া এক শিশুকে । এমন এক চোখ ও ৩২ টি পুর্নাঙ্গ দাঁত নিয়ে জন্ম হওয়া এক মৃত শিশুর সন্ধান পাওয়া গেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন এলাকায়।

স্হানীয় সূত্রে জানা যায়, অত্র ইউনিয়নের পূর্ব তেঁতইগাঁও গ্রামের হাফিজ উদ্দিনের মেয়ে ফরিদা আক্তার (২২) এর সামাজিক ভাবেই জামালপুর জেলার শেরপুর এলাকার সজিব আহমদের সাথে বিয়ে হয়েছিলো ।

বিয়ের তিন বছর পর গত শনিবার ভোর রাতে ফরিদার ঘরে বিস্ময়কর একটি শিশুর জন্ম গ্রহন করে। আর জন্ম হওয়ার কিছুক্ষনের মধ্যই শিশুটির মৃত্যু হয়।

খবরটি ১ অক্টোবর রোববার সকালে এলাকায় ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয় । মৃত শিশুটিকে এক নজর দেখার জন্য ফরিদার বাড়িতে উৎসুক জনতার ভীড় জমে। আদমপুর বাজারের একজন ব্যবসায়ী মন্নান খান জানান, জন্ম হওয়া মৃত শিশুটির কপালের বামপাশে বের হয়ে আসা একটি বড় চোখ এবং ৩২টি পুর্নাঙ্গ দাঁত রয়েছে জন্ম নেওয়া শিশুটি মাথার উপরভাগটিও ছত্রভত্র।

এদিকে অভিযোগ উঠেছে, বিস্ময়কর মৃত শিশুটির জন্ম হওয়ায়, এলাকার লোকজন শিশুটিকে অভিশপ্ত শিশু মনে করে তার দাফন কাফন করতে দিচ্ছেন না,মৃত শিশুরটির পরিবারের লোকজন এমন অভিযোগ করেন এই প্রতিবেদকের কাছে। আদমপুর বাজার সভাপতি জাহাঙ্গীর মন্না রানা বিষয়টি নিশ্চিত করেছেন।