অাকাশ জাতীয় ডেস্ক:
সাভারের বেদেপল্লীতে সোহেল (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাতে সাভারের পোড়াবাড়ির বেদেপল্লীতে এই ঘটনা ঘটে। নিহত সোহেল হোসেন পোড়ার বাড়ি এলাকার নুরু হোসেনের ছেলে। তিনি পেশায় সাপুড়ে ছিলেন বলে জানা যায়।
পুলিশ জানায়, রাতে দুর্বৃত্তরা সোহেলকে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থান সোহেল মারা যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সাভার থানার ওসি মোহসিনুল কাদির বলেন, এ ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে। নিহত পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
আকাশ নিউজ ডেস্ক 

























