ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

সাইফ থেকে ফর্টিসে যোগ দিলেন কাউসার-সবুজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

কিছুদিন আগেই হুট করে সকল ধরনের ফুটবল থেকে সরে আসার ঘোষণা দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। তাদের এই আকস্মিক সিদ্ধান্তে সংকটে পড়তে হয়েছে ক্লাবে থাকা ফুটবলারদের।

নতুন ক্লাবের খোজে রয়েছেন সাইফের ফুটবলাররা। ইতোমধ্যেই নতুন ক্লাব খুঁজে পেয়েছেন বেশ কিছু ফুটবলার। তারই ধারাবাহিকতায় এবার ফর্টিস এফসি’তে নাম লিখিয়েছেন কাউসার আলি রাব্বি এবং সবুজ হোসেন।

সাইফ থেকে এক সঙ্গে বেশ কিছু ফুটবলার শেখ রাসেলে পাড়ি জমাচ্ছেন এমনটাই গুঞ্জন রয়েছে। আগামী মৌসুমে রাসেলের হয়ে জামাল ভূঁইয়ার খেলার খবর অনেকটাই নিশ্চিত। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি রয়েছে।

এবারের মৌসুমেই চ্যাম্পিয়নশিপ লিগ জিতে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ফর্টিস। নতুন ক্লাবের হয়ে নতুন চ্যালেঞ্জ নিতেই ফর্টিসে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন রাব্বি। তিনি বলেন, ‘নতুন ক্লাবে নতুন চ্যালেঞ্জ নিতেই যোগ দিয়েছি। ফর্টিসের সব কিছুই গোছানো। তাদের মাঠ এবং ক্লাবের অবকাঠামো দেখে ভালো লেগেছে। প্রিমিয়ার লিগে নতুন হলেও তাদের লড়াই করার মানসিকতার কারণেই এখানে যোগ দিয়েছি। ’

ফর্টিস ছাড়াও রাব্বির কাছে অন্যান্য ক্লাবের প্রস্তাব ছিল বলে জানিয়েছেন তিনি। ‘অন্য আরও দুইটা ক্লাবে যোগ প্রস্তাব ছিল আমার কাছে। ঐ ক্লাব গুলো বড় ক্লাব। তবে আমি সেখানে যোগ দেইনি। ঐ ক্লাব গুলোতে যোগ দিলে হয়তো আরও বেশি টাকা পেতাম। তবে ফর্টিসে নিজেকে প্রমাণের সুযোগ পাবো। নিজেকে মাঠে প্রমাণ করতে চাই। ’

‘আসলে যত বেশি খেলার সুযোগ পাবো ততই নিজেকে প্রমাণ করতে পারবো। জাতীয় দলে অবস্থান তৈরি করতেই ফর্টিসে যোগ দেয়া। কারণ এখানে আমি প্লেয়িং টাইমটা বেশি পাবো। ’

একই কারণে ফর্টিসে যোগ দিয়েছেন সবুজ হোসেনও। তিনি বলেন, ‘ফর্টিস ক্লাবে যোগ দিয়েছি এখানে আমার নিজেকে মেলে ধরার সুযোগ পাবো। এখানে পারফরম্যান্স দিয়ে সকলের নজর কাড়তে পারলে জাতীয় দলে স্থান হবে। অন্য ক্লাবের পক্ষ থেকে প্রস্তাব ছিল। তবে ঐ ক্লাবের চেয়ে এখানে খেলার সুযোগ বেশি পাবো। তাই সব কিছু ভেবেই এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি। ’

ইতোমধ্যেই খেলোয়াড়দের সব দেনা পাওনা বুঝিয়ে দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। রাব্বি বলেন, ‘গত বৃহস্পতিবারই সাইফ আমাদের সকল ফুটবলারের সব দেনা পাওনা পরিশোধ করে দিয়েছে। কোনও লেনদেন বাকি নেই। এখন আমরা নতুন মৌসুমে নতুন দলে খেলার প্রস্তুতি নিচ্ছি। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

সাইফ থেকে ফর্টিসে যোগ দিলেন কাউসার-সবুজ

আপডেট সময় ০৮:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২

আকাশ স্পোর্টস ডেস্ক:

কিছুদিন আগেই হুট করে সকল ধরনের ফুটবল থেকে সরে আসার ঘোষণা দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। তাদের এই আকস্মিক সিদ্ধান্তে সংকটে পড়তে হয়েছে ক্লাবে থাকা ফুটবলারদের।

নতুন ক্লাবের খোজে রয়েছেন সাইফের ফুটবলাররা। ইতোমধ্যেই নতুন ক্লাব খুঁজে পেয়েছেন বেশ কিছু ফুটবলার। তারই ধারাবাহিকতায় এবার ফর্টিস এফসি’তে নাম লিখিয়েছেন কাউসার আলি রাব্বি এবং সবুজ হোসেন।

সাইফ থেকে এক সঙ্গে বেশ কিছু ফুটবলার শেখ রাসেলে পাড়ি জমাচ্ছেন এমনটাই গুঞ্জন রয়েছে। আগামী মৌসুমে রাসেলের হয়ে জামাল ভূঁইয়ার খেলার খবর অনেকটাই নিশ্চিত। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি রয়েছে।

এবারের মৌসুমেই চ্যাম্পিয়নশিপ লিগ জিতে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ফর্টিস। নতুন ক্লাবের হয়ে নতুন চ্যালেঞ্জ নিতেই ফর্টিসে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন রাব্বি। তিনি বলেন, ‘নতুন ক্লাবে নতুন চ্যালেঞ্জ নিতেই যোগ দিয়েছি। ফর্টিসের সব কিছুই গোছানো। তাদের মাঠ এবং ক্লাবের অবকাঠামো দেখে ভালো লেগেছে। প্রিমিয়ার লিগে নতুন হলেও তাদের লড়াই করার মানসিকতার কারণেই এখানে যোগ দিয়েছি। ’

ফর্টিস ছাড়াও রাব্বির কাছে অন্যান্য ক্লাবের প্রস্তাব ছিল বলে জানিয়েছেন তিনি। ‘অন্য আরও দুইটা ক্লাবে যোগ প্রস্তাব ছিল আমার কাছে। ঐ ক্লাব গুলো বড় ক্লাব। তবে আমি সেখানে যোগ দেইনি। ঐ ক্লাব গুলোতে যোগ দিলে হয়তো আরও বেশি টাকা পেতাম। তবে ফর্টিসে নিজেকে প্রমাণের সুযোগ পাবো। নিজেকে মাঠে প্রমাণ করতে চাই। ’

‘আসলে যত বেশি খেলার সুযোগ পাবো ততই নিজেকে প্রমাণ করতে পারবো। জাতীয় দলে অবস্থান তৈরি করতেই ফর্টিসে যোগ দেয়া। কারণ এখানে আমি প্লেয়িং টাইমটা বেশি পাবো। ’

একই কারণে ফর্টিসে যোগ দিয়েছেন সবুজ হোসেনও। তিনি বলেন, ‘ফর্টিস ক্লাবে যোগ দিয়েছি এখানে আমার নিজেকে মেলে ধরার সুযোগ পাবো। এখানে পারফরম্যান্স দিয়ে সকলের নজর কাড়তে পারলে জাতীয় দলে স্থান হবে। অন্য ক্লাবের পক্ষ থেকে প্রস্তাব ছিল। তবে ঐ ক্লাবের চেয়ে এখানে খেলার সুযোগ বেশি পাবো। তাই সব কিছু ভেবেই এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি। ’

ইতোমধ্যেই খেলোয়াড়দের সব দেনা পাওনা বুঝিয়ে দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। রাব্বি বলেন, ‘গত বৃহস্পতিবারই সাইফ আমাদের সকল ফুটবলারের সব দেনা পাওনা পরিশোধ করে দিয়েছে। কোনও লেনদেন বাকি নেই। এখন আমরা নতুন মৌসুমে নতুন দলে খেলার প্রস্তুতি নিচ্ছি। ’