আকাশ বিনোদন ডেস্ক :
‘পেপার’ ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করে কয়েক দিন ধরে তুমুল বিতর্কে বলিউড অভিনেতা রণবীর সিং। নায়কের সমালোচনায় মেতেছেন বলিউড-টলিউডের একাধিক অভিনেত্রী। অনেক অভিনেতাও এই ফটোশুটকে ভালো চোখে দেখেননি।
নারীদের একটি সংগঠন ক্ষুব্ধ হয়ে তো রণবীরের নামে এফআইআর দায়ের করে বসেছেন। এই গোটা ঘটনায় ‘গাল্লি বয়’য়ের পাশে দাঁড়ালেন বলিউড পরিচালক রামগোপাল ভার্মা। তার প্রশ্ন, নারীরা সেক্সি শরীর দেখাতে পারলে পুরুষরা কেন পারবেন না?’
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রামগোপাল বলেন, ‘মনে করুন না লিঙ্গ সমতার জন্য ন্যায় বিচার চাওয়ার পথ হিসাবে উনি (রণবীর) এটাকে বেছে নিয়েছেন। নারীরা যদি তাদের সেক্সি শরীর দেখাতে পারে, তাহলে পুরুষ কেন পারবে না?’
পরিচারক বলেন, ‘এটাই তো ভণ্ডামি যে, পুরুষদের আলাদা মান্যতা দিয়ে বিচার করা হয়। পুরুষদেরও নারীদের সমান অধিকার থাকতে হবে। আমি মনে করি, ভারত অবশেষে সেই সময় থেকে বেরিয়ে আসছে এবং রণবীর সিং লিঙ্গ সমতার ক্ষেত্রে এক উদাহরণ।’
আকাশ নিউজ ডেস্ক 

























