অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার আমতলী হঠাৎপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম ভদু (৫০) মোহনপুর ইউপির নসিদানপুর এলাকার মৃত আবু মেম্বারের ছেলে। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য ছিলেন।
এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, আবুল কাশেম ভদু নাচোল থেকে মোটরসাইকেলযোগে গোদাগাড়ী ফিরছিলেন। বাড়ির কাছেই উপজেলার আমতলী হঠাৎপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
আকাশ নিউজ ডেস্ক 
























