ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রুপসেরা হয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কান যুবাদের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি করোনার কারণে পণ্ড হলে দুদলই একটি করে পয়েন্ট পায়। আর তাতেই গ্রুপসেরা হয়েই সেমিফাইনাল খেলতে যাচ্ছে রাকিবুল হাসান বাহিনী। ফাইনালে উঠার লড়াইয়ে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতেই সেরা চার নিশ্চত নিশ্চিত হয়েছিল বাংলাদেশ। কিন্তু গ্রুপ সেরা নাকি রানারআপ হয়ে পরের রাউন্ড খেলবে এতদিন সেটার জন্যই অপেক্ষা ছিল। আর গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে মঙ্গলবার একে অপরের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান লঙ্কান দলনেতা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যক্তিগত ৪ রানে মাহফিজুল এবং ৩ রানে আউট হন ইফতেকার হোসেন। মাত্র ২৭ রানে দুই ওপেনারকে হারিয়ে বেশ চাপেই থাকে বাংলাদেশের যুবারা। তবে তৃতীয় উইকেট জুটিতে চাপ সামলে নেন প্রান্তিক নওরোজ নাবিল এবং আইচ মোল্লা। আউট হওয়ার আগে ৪৫ রান করেন নাবিল এবং ২৪ রান করেন মোল্লা।

পঞ্চম উইকেট জুটিতে ক্রিজে খুঁটি গেড়েই ব্যাট করতে থাকেন আরিফুল ইসলাম ও মোহাম্মদ ফাহিম। এ সময় দুজন মিলে গড়েন অপ্রতিরোধ্য ৪৭ রানের জুটি। ১৯ রানে আরিফুল এবং ২৭ রানে ফাহিম অপরাজিত থাকেন।

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ১৫৪ রানের জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আরও বড় জয় পায় রাকিবুলরা। ওই ম্যাচে কুয়েতকে হারিয়েছে ২২২ রানে। ফলে গ্রুপপর্বের তিন ম্যাচ শেষে সর্বোচ্চ ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে টাইগার যুবারা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান শ্রীলঙ্কার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রুপসেরা হয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

আপডেট সময় ০৭:০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কান যুবাদের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি করোনার কারণে পণ্ড হলে দুদলই একটি করে পয়েন্ট পায়। আর তাতেই গ্রুপসেরা হয়েই সেমিফাইনাল খেলতে যাচ্ছে রাকিবুল হাসান বাহিনী। ফাইনালে উঠার লড়াইয়ে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতেই সেরা চার নিশ্চত নিশ্চিত হয়েছিল বাংলাদেশ। কিন্তু গ্রুপ সেরা নাকি রানারআপ হয়ে পরের রাউন্ড খেলবে এতদিন সেটার জন্যই অপেক্ষা ছিল। আর গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে মঙ্গলবার একে অপরের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান লঙ্কান দলনেতা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যক্তিগত ৪ রানে মাহফিজুল এবং ৩ রানে আউট হন ইফতেকার হোসেন। মাত্র ২৭ রানে দুই ওপেনারকে হারিয়ে বেশ চাপেই থাকে বাংলাদেশের যুবারা। তবে তৃতীয় উইকেট জুটিতে চাপ সামলে নেন প্রান্তিক নওরোজ নাবিল এবং আইচ মোল্লা। আউট হওয়ার আগে ৪৫ রান করেন নাবিল এবং ২৪ রান করেন মোল্লা।

পঞ্চম উইকেট জুটিতে ক্রিজে খুঁটি গেড়েই ব্যাট করতে থাকেন আরিফুল ইসলাম ও মোহাম্মদ ফাহিম। এ সময় দুজন মিলে গড়েন অপ্রতিরোধ্য ৪৭ রানের জুটি। ১৯ রানে আরিফুল এবং ২৭ রানে ফাহিম অপরাজিত থাকেন।

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ১৫৪ রানের জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আরও বড় জয় পায় রাকিবুলরা। ওই ম্যাচে কুয়েতকে হারিয়েছে ২২২ রানে। ফলে গ্রুপপর্বের তিন ম্যাচ শেষে সর্বোচ্চ ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে টাইগার যুবারা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান শ্রীলঙ্কার।