আকাশ স্পোর্টস ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও বেড়েছে করোনা সংক্রমণের হার। নিয়মিত করোনা টেস্টে পজেটিভ এসেছে ম্যানচেস্টার ইউনাইটেডের কিছু ফুটবলার এবং স্টাফদের। আর তাতেই ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়েছে। ওই ম্যাচটি ঠিক করে নাগাদ অনুষ্ঠিত হবে- সেটা এখনও জানা যায়নি।
পিসিআর টেস্টের পর স্টাফ ও খেলোয়াড়দের করোনা পজিটিভ হওয়ার ঘটনা ধরা পড়েছে। অথচ আগের দিন নরউইচের বিপক্ষে ম্যাচের আগে সব খেলোয়াড় নেগেটিভ হয়েছিলেন। সংক্রমণের ভয়ে তাই ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ডই বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কতজন খেলোয়াড় করোনা পজিটিভ হয়েছেন, সেসব বিষয়ে ম্যানইউ কিছুই জানায়নি।
শুধু ম্যান ইউর নয়, ক্লাব করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। টটেনহ্যাম হটস্পার ক্লাবের সদস্যদের শরীরে করোনার উপস্থিতি মিলেছিলো আরও আগে। তাতে দলটির দুই ম্যাচ পিছিয়েও গিয়েছিল আগে। এরপর লেস্টারের সদস্যদের শরীরে মিলেছে করোনার উপস্থিতি।
উল্লেখ্য, ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে খুব একটা ভালো অবস্থানে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলে ৮ জয় ৩ ড্র এবং ৫ হারে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে রোনালদোরা। এদিকে সমান সংখ্যক ম্যাচে সর্বোচ্চ ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ম্যান সিটি।
আকাশ নিউজ ডেস্ক 

























