অাকাশ জাতীয় ডেস্ক:
বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে প্রায় দেড়শ’ বছর ধরে একই মূর্তি দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে। কাঠের তৈরি মূর্তিটি প্রতি বছর শুধু রং পরিবর্তন করা ও মূর্তি ডিজাইন একই ধরনের থাকছে। প্রায় দেড়শ’ বছর পূর্বে প্রয়াত অর্জুদা চৌধুরী একই গ্রামের কৃষ্ণ সূত্রধর নামে এক কাঠমিস্ত্রিকে দিয়ে এ মূর্তিটি তৈরি করেন।
ইকরাম গ্রামের ঐতিহ্যবাহী এই মন্ডপের পূজারীরা জানান, এরপর অর্জুদা চৌধুরী যতদিন বেঁচে ছিলেন ওই মূর্তি দিয়ে প্রতি বছর শারদীয় দুর্গোৎসব উদযাপন করেছেন।
তিনি মারা যাওয়ার পর তার পুত্র অরুন চৌধুরী ও অরুন চৌধুরীর সন্তানরা এ মূর্তি দিয়ে দুর্গাপূজা উদযাপন করে আসছেন। পরবর্তীতে অরুন চৌধুরীর পরিবারের লোকজন প্রায় ৩০ বছর পূর্বে মূর্তিটি একই গ্রামের হরিমন দাসের পরিবারের কাছে বিক্রি করে দেন।
হরিমন দাসের বাড়ির পূজা আয়োজনকারী মদন মোহন দাস জানান, এ মূর্তিটি দিয়ে আমরা ৩০ বছর ধরে পূজা উদযাপন করছি। এর পূর্বে ১২০ বছর পূজা উদযাপন করেছেন আমাদের গ্রামের অর্জুদা চৌধুরী ও তার বংশধররা।
তিনি বলেন, আমরা প্রতি বছর শুধু কাঠের তৈরি মূর্তিটির রং পরিবর্তন করি। কিন্তু এর ডিজাইন পূর্বের মতো থাকছে। আকর্ষণীয় এ মূর্তি দেখার জন্য প্রতি বছর দর্শনার্থী ও পূজারীদের ভিড় জমে সেখানে।
আকাশ নিউজ ডেস্ক 
























