ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

৯ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করেই নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার দ্বিতীয় ম্যাচটি শেষ হবে আগামী ৮ ডিসেম্বর। এরপরের দিনই অর্থাৎ ৯ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবে টাইগাররা। সেখানে কিউইদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে মুমিনুল হক বাহিনী।

নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য ম্যাচ দুটি টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। বাংলাদেশ দলের এই সফরে নেই কোনো ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ম্যাচ। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ সীমিত ওভারের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড গিয়েছিল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল। তাই এবার শুধুই টেস্ট খেলবে দুই দল।

নিউজিল্যান্ডে পৌঁছানোর পর তিনদিনের আইসোলেশনসহ সাতদিনের কোয়ারেন্টাইন কাটাবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। সাত দিনে তিনটি কোভিড টেস্ট করানো হবে। নেগেটিভ এলেই মুক্তি। একদম স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন ক্রিকেটাররা।

কোয়ারেন্টাইন ইস্যুতে নিজামউদ্দিন চৌধুরী বললেন, ‘আমাদের শেষ নিউজিল্যান্ড সিরিজে যে প্রটোকল ছিল, সেটা থেকেও কিছুটা শিথিল করা হয়েছে। তিন থেকে চারদিনের রুম কোয়ারেন্টাইন করতে হবে।’

এদিকে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমাদের কিছু বাড়তি সুযোগ এসেছে। আমরা দুটো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। একটা নিজেদের মধ্যে, আরেকটা নিউজিল্যান্ড ইলেভেনের সঙ্গে। দুই প্র্যাক্টিস ম্যাচ খেলার পর বাংলাদেশ দল সরাসরি টেস্ট খেলবে।’

২০২২ সালের প্রথম দিনে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মুমিনুল হক বাহিনী। এরপর দ্বিতীয় টেস্টে ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে নামবে দুদল।

উল্ল্যেখ্য, ২০০১ থেকে এখন পর্যন্ত নিউজিল্যান্ডে তিন ফরম্যাটে ৩২ ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিততে পারেনি কোনো ম্যাচে। এবার কি জয়খরা কাটাতে পারবে মুমিনুল হকের দল? বড় কিছুর প্রত্যাশা করা ভুল হবে। কারণ নিউ জিল্যান্ড রয়েছে দুর্দান্ত ফর্মে। এরপরও ইতিহাস গড়তেই নিউজিল্যান্ডে পাড়ি জমাবে বাংলাদেশ দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

৯ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা

আপডেট সময় ০৭:১৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করেই নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার দ্বিতীয় ম্যাচটি শেষ হবে আগামী ৮ ডিসেম্বর। এরপরের দিনই অর্থাৎ ৯ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবে টাইগাররা। সেখানে কিউইদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে মুমিনুল হক বাহিনী।

নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য ম্যাচ দুটি টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। বাংলাদেশ দলের এই সফরে নেই কোনো ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ম্যাচ। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ সীমিত ওভারের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড গিয়েছিল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল। তাই এবার শুধুই টেস্ট খেলবে দুই দল।

নিউজিল্যান্ডে পৌঁছানোর পর তিনদিনের আইসোলেশনসহ সাতদিনের কোয়ারেন্টাইন কাটাবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। সাত দিনে তিনটি কোভিড টেস্ট করানো হবে। নেগেটিভ এলেই মুক্তি। একদম স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন ক্রিকেটাররা।

কোয়ারেন্টাইন ইস্যুতে নিজামউদ্দিন চৌধুরী বললেন, ‘আমাদের শেষ নিউজিল্যান্ড সিরিজে যে প্রটোকল ছিল, সেটা থেকেও কিছুটা শিথিল করা হয়েছে। তিন থেকে চারদিনের রুম কোয়ারেন্টাইন করতে হবে।’

এদিকে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমাদের কিছু বাড়তি সুযোগ এসেছে। আমরা দুটো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। একটা নিজেদের মধ্যে, আরেকটা নিউজিল্যান্ড ইলেভেনের সঙ্গে। দুই প্র্যাক্টিস ম্যাচ খেলার পর বাংলাদেশ দল সরাসরি টেস্ট খেলবে।’

২০২২ সালের প্রথম দিনে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মুমিনুল হক বাহিনী। এরপর দ্বিতীয় টেস্টে ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে নামবে দুদল।

উল্ল্যেখ্য, ২০০১ থেকে এখন পর্যন্ত নিউজিল্যান্ডে তিন ফরম্যাটে ৩২ ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিততে পারেনি কোনো ম্যাচে। এবার কি জয়খরা কাটাতে পারবে মুমিনুল হকের দল? বড় কিছুর প্রত্যাশা করা ভুল হবে। কারণ নিউ জিল্যান্ড রয়েছে দুর্দান্ত ফর্মে। এরপরও ইতিহাস গড়তেই নিউজিল্যান্ডে পাড়ি জমাবে বাংলাদেশ দল।