অাকাশ নিউজ ডেস্ক:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৬-৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৯তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইব্রাহীম কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পরীক্ষার তারিখ নির্ধারিত হলেও এখনও ফরম পূরণের তারিখ নির্ধারণ করা হয়নি। গতবারের ন্যায় এবারও ক্যাম্পাসেই সকল ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। সভায় অনুষদসমূহের ডিন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ, বিভাগীয় প্রধানগণ এবং কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 

























