ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

পুত্রবধূর নির্যাতনে হাসপাতালে ৯০ বছরের রাবেয়া

আকাশ জাতীয় ডেস্ক:

পুত্রবধূর নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাবেয়া বেগম (৯০) নামে এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া মাছুয়াখালী গ্রামে।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই বৃদ্ধার ছেলে তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় স্ত্রীর ভাইকেও আসামি করা হয়েছে।

মামলাসূত্রে জানা গেছে, ২০১৭ সালে আত্মীয়ের মেয়ে খায়রুন্নাহার হেনাকে ছেলে মিজানুর রহমানের বউ করে ঘরে আনেন রাবেয়া বেগম। মিজান কলাপাড়া পৌরসভার একজন চতুর্থ শ্রেণির কর্মচারী।

বিয়ের পর খায়রুন্নাহারের চালচলনে অখুশি ছিলেন রাবেয়া বেগম। গত ২৫ আগস্ট কাচভাঙা গুড়া করে চিনির সঙ্গে মিশিয়ে শাশুড়িকে খাওয়ান খায়রুন্নাহার। এতে রাবেয়া বেগম অসুস্থ হয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ বসে। ওই ঘটনায় খায়রুন্নাহার ক্ষমা চান।

এর পর গত ২২ নভেম্বর সন্ধ্যায় ঘরের মালামালসহ কাপড়-চোপড়, থালাবাটি, স্বর্ণালঙ্কার, নগদ টাকা নিয়ে খায়রুন্নাহার ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। এতে বাধা দিলে শাশুড়ি রাবেয়া বেগমকে বেধড়ক মারধর করেন তিনি। এতে তার ঠোঁট ফেটে রক্ত বের হয়। বুক ও পিঠে লাথি কিল-ঘুষি মারা হয়। এর পর খায়রুন্নাহার ভ্যানে করে মালামাল নিয়ে ভাইয়ের বাড়িতে চলে যান।

রাবেয়া বেগম বলেন, অনেক শখ করে খায়রুন্নাহারকে ছেলের বউ করে ঘরে এনেছিলাম। কিন্তু এখন সব দুঃসহ স্মৃতি। ভাতের সঙ্গে একটু মরিচ ভর্তা চাইলেও মুখের ওপর চড়থাপ্পড় দিত সে। এমনকি ঝাড়ুপেটা পর্যন্ত করা হয়েছে আমাকে।

মিজানুর রহমান জানান, তিনি স্ত্রীর এই জঘন্য কাজের বিচার চান।

চিকিৎসক সায়মা সুলতানা বলেন, উনার মুখের আপার লিপে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে মারধরের কথা তাকে বলেছেন রাবেয়া বেগম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

পুত্রবধূর নির্যাতনে হাসপাতালে ৯০ বছরের রাবেয়া

আপডেট সময় ০৯:১৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

পুত্রবধূর নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাবেয়া বেগম (৯০) নামে এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া মাছুয়াখালী গ্রামে।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই বৃদ্ধার ছেলে তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় স্ত্রীর ভাইকেও আসামি করা হয়েছে।

মামলাসূত্রে জানা গেছে, ২০১৭ সালে আত্মীয়ের মেয়ে খায়রুন্নাহার হেনাকে ছেলে মিজানুর রহমানের বউ করে ঘরে আনেন রাবেয়া বেগম। মিজান কলাপাড়া পৌরসভার একজন চতুর্থ শ্রেণির কর্মচারী।

বিয়ের পর খায়রুন্নাহারের চালচলনে অখুশি ছিলেন রাবেয়া বেগম। গত ২৫ আগস্ট কাচভাঙা গুড়া করে চিনির সঙ্গে মিশিয়ে শাশুড়িকে খাওয়ান খায়রুন্নাহার। এতে রাবেয়া বেগম অসুস্থ হয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ বসে। ওই ঘটনায় খায়রুন্নাহার ক্ষমা চান।

এর পর গত ২২ নভেম্বর সন্ধ্যায় ঘরের মালামালসহ কাপড়-চোপড়, থালাবাটি, স্বর্ণালঙ্কার, নগদ টাকা নিয়ে খায়রুন্নাহার ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। এতে বাধা দিলে শাশুড়ি রাবেয়া বেগমকে বেধড়ক মারধর করেন তিনি। এতে তার ঠোঁট ফেটে রক্ত বের হয়। বুক ও পিঠে লাথি কিল-ঘুষি মারা হয়। এর পর খায়রুন্নাহার ভ্যানে করে মালামাল নিয়ে ভাইয়ের বাড়িতে চলে যান।

রাবেয়া বেগম বলেন, অনেক শখ করে খায়রুন্নাহারকে ছেলের বউ করে ঘরে এনেছিলাম। কিন্তু এখন সব দুঃসহ স্মৃতি। ভাতের সঙ্গে একটু মরিচ ভর্তা চাইলেও মুখের ওপর চড়থাপ্পড় দিত সে। এমনকি ঝাড়ুপেটা পর্যন্ত করা হয়েছে আমাকে।

মিজানুর রহমান জানান, তিনি স্ত্রীর এই জঘন্য কাজের বিচার চান।

চিকিৎসক সায়মা সুলতানা বলেন, উনার মুখের আপার লিপে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে মারধরের কথা তাকে বলেছেন রাবেয়া বেগম।