আকাশ বিনোদন ডেস্ক :
আশি ও নব্বইয়ের দশকের সাড়া জাগানো নায়ক ইলিয়াস কাঞ্চন এখন জাতীয় পর্যায়ের একজন সমাজসেবক। তিনি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৯৩ সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় মারা যান তার প্রথম স্ত্রী জাহানারা। ওই বছরেরই ১ ডিসেম্বর তিনি ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনটি প্রতিষ্ঠা করে নিরাপদ সড়কের দাবিতে কাজ করে যাচ্ছেন।
নায়ক ইলিয়াস কাঞ্চনের বাড়ি কিশোরগঞ্জে। তবে তার প্রয়াত স্ত্রী জাহানারাদের বাড়ি পাবনার ঘোড়াদহতে। ১৯৯৫ সালে সেখানে স্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নামে একটি উচ্চ বিদ্যালয়ও প্রতিষ্ঠা করেন ইলিয়াস কাঞ্চন। সেটিকে আবার কলেজে রূপান্তরিত করার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিনেতা।
স্ত্রীর স্মৃতি রক্ষার্থে ‘বেদের মেয়ে জোছনা’র নায়ক ইলিয়াস কাঞ্চনের এই প্রচেষ্টা এবং কাজকে শ্রদ্ধা জানালো পাবনার ঘোড়াদহের মানুষ। এই এলাকার যেখানে অভিনেতা তার স্ত্রীর নামে স্কুল প্রতিষ্ঠা করেছেন, তার পাশেই কিছুদিন আগে গড়ে উঠেছে একটি নতুন বাজার। স্থানীয়রা সেটির নাম দিয়েছেন ‘কাঞ্চন বাজার’।
বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘এলাকায় পুরনো একটি বাজার ছিল। কিছু কারণে সেটি ভেঙে দেওয়া হয়। এরপর স্থানীয়রা আমাদের স্কুলটির পাশে নতুন বাজার তৈরি করেছেন। তারাই আমার সম্মানে এটির নাম ‘কাঞ্চন বাজার’ দিয়েছেন। সম্প্রতি আমি স্কুলে গিয়ে বিষয়টি জানতে পারি। এটা আসলে স্থানীয়দের ভালোবাসা।’
এদিকে, সমাজ সেবামূলক বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় বহু বছর ধরে চলচ্চিত্রে অনিয়মিত ইলিয়াস কাঞ্চন। সেই বিরতি ভেঙে চলতি বছরে তিনি একটি ছবির কাজ করছেন। নাম ‘ফিরে দেখা’। সরকারি অনুদানের এ ছবির পরিচালক চিত্রনায়িকা রোজিনা। তিনি ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয়ও করছেন। ছবির প্রধান দুটি চরিত্রে আছেন নিরব ও অর্চিতা স্পর্শিয়া।
আকাশ নিউজ ডেস্ক 























