ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

দুবাই থেকে ঢাকায় বাবর-শোয়েব

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় আগেভাগেই বাংলাদেশ সফরে চলে এসেছে পাকিস্তান দল। তবে ছুটিতে থাকায় তখন দলের সঙ্গে আসেননি দলের অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক।

আজ মঙ্গলবার এই দুজনও চলে এসেছেন।

আজ সকালে দুবাই থেকে ঢাকায় পৌঁছেছেন বাবর ও মালিক। এরপর তাদের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন বাবর ও শোয়েব। তাদের দল সেমিফাইনাল থেকে বিদায় নিলেও বাবর এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬ ম্যাচে ৬০.৬০ গড়ে তিনি করেছেন ৩০৩ রান। হাঁকিয়েছেন চারটি ফিফটিও। এমনকি বিশ্বকাপের সেরা একাদশের নেতৃত্বেও তাকেই রেখেছিল আইসিসি।

অন্যদিকে, খুব বেশি ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও স্কটিশদের বিপক্ষে ১৮ বলে অর্ধশত হাঁকিয়েছেন শোয়েব, হয়েছিলেন ম্যাচসেরাও।

এর আগে গত ১৩ নভেম্বর বাংলাদেশের মাটিতে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নেমেছে তারা।

বিশ্বকাপের স্কোয়াডে মাত্র একটি পরিবর্তন নিয়ে বাংলাদেশে এসেছে পাকিস্তান। মোহাম্মদ হাফিজের জায়গায় নেওয়া হয়েছে ইফতিখার আহমেদকে। এছাড়া বিশ্বকাপ দলের বাকি সবাই থাকছেন বাংলাদেশ সফরের দলে।

আগামী ১৯ নভেম্বর থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ ২০ ও ২২ নভেম্বর। এরপর হবে টেস্ট সিরিজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

দুবাই থেকে ঢাকায় বাবর-শোয়েব

আপডেট সময় ০৭:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় আগেভাগেই বাংলাদেশ সফরে চলে এসেছে পাকিস্তান দল। তবে ছুটিতে থাকায় তখন দলের সঙ্গে আসেননি দলের অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক।

আজ মঙ্গলবার এই দুজনও চলে এসেছেন।

আজ সকালে দুবাই থেকে ঢাকায় পৌঁছেছেন বাবর ও মালিক। এরপর তাদের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন বাবর ও শোয়েব। তাদের দল সেমিফাইনাল থেকে বিদায় নিলেও বাবর এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬ ম্যাচে ৬০.৬০ গড়ে তিনি করেছেন ৩০৩ রান। হাঁকিয়েছেন চারটি ফিফটিও। এমনকি বিশ্বকাপের সেরা একাদশের নেতৃত্বেও তাকেই রেখেছিল আইসিসি।

অন্যদিকে, খুব বেশি ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও স্কটিশদের বিপক্ষে ১৮ বলে অর্ধশত হাঁকিয়েছেন শোয়েব, হয়েছিলেন ম্যাচসেরাও।

এর আগে গত ১৩ নভেম্বর বাংলাদেশের মাটিতে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নেমেছে তারা।

বিশ্বকাপের স্কোয়াডে মাত্র একটি পরিবর্তন নিয়ে বাংলাদেশে এসেছে পাকিস্তান। মোহাম্মদ হাফিজের জায়গায় নেওয়া হয়েছে ইফতিখার আহমেদকে। এছাড়া বিশ্বকাপ দলের বাকি সবাই থাকছেন বাংলাদেশ সফরের দলে।

আগামী ১৯ নভেম্বর থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ ২০ ও ২২ নভেম্বর। এরপর হবে টেস্ট সিরিজ।