ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

গরু বিক্রির টাকার লোভে নওগাঁয় মাকে হত্যা!

আকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর বদলগাছি উপজেলায় ছবি বেগম (৪৮) নামে এক নারীকে তার ছেলে ও তার স্ত্রী মিলে শ্বাসরোধে হত্যা করেছেন।

মায়ের কাছ থেকে গরু বিক্রির টাকা কেড়ে নিতে তারা এই খুন করেন। এ ঘটনায় নিহত ছবির ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন।

মামলার পর ঘাতক সবুজ হোসেন ও তার স্ত্রী রোখসানা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছেন।

শুক্রবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা বদলগাছি থানার পরিদর্শক (তদন্ত) রায়হান হোসেন এসব তথ্য জানিয়েছেন।

রায়হান হোসেন বলেন, সবুজের মা ছবি বেগমের কাছে গরু বিক্রির ৫৪ হাজার টাকা ছিল। মায়ের কাছ থেকে সবুজ গরু বিক্রির টাকাগুলো চাচ্ছিলেন। ছেলে টাকা চুরি করবে ভেবে ছবি গরু বিক্রির টাকা ঘরে না রেখে সব সময় নিজের কোমরে রাখতেন।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার বিকালে ছবি ঘাস কাটতে বাড়ির পাশে একটি ধানক্ষেতে গিয়েছিলেন। ছেলে সবুজ ও তার স্ত্রী রোখসানাও ছবির সঙ্গে একই ক্ষেতে ঘাস কাটছিলেন। সেখানে সবুজ তার মায়ের কাছে গরু বিক্রির টাকাগুলো আবারও চান।

এ নিয়ে ধানক্ষেতে মা ও ছেলের মধ্যে ঝগড়া হয়। এ সময় সবুজ তার স্ত্রী রোখসানার সহায়তায় গলায় গামছা পেঁচিয়ে মাকে হত্যা করে গরু বিক্রির টাকার বের করে নেন। এর পর তারা মায়ের লাশ ধানক্ষেতে ফেলে রেখে বাড়িতে আসেন।

ওই দিন বিকাল সাড়ে ৫টার দিকে এক ব্যক্তি বাড়িতে যাওয়ার পথে ছবিকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখেন। এর পর গ্রামবাসী এসে ছবিকে মৃত অবস্থায় দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

প্রাথমিক অবস্থায় ছবির স্বামী, ছেলে ও ছেলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদে জন্য থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদের পর নিহত ছবির স্বামীকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় ছবির ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সবুজ ও তার স্ত্রীকে গ্রেফতার দেখানো হয়েছে।

শুক্রবার স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য দুজনকে আদালতে নেওয়া হবে।

বদলগাছি থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ছবি হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে। গরু বিক্রির টাকা ছিনিয়ে নিতে ছবিকে তার ছেলে ও ছেলের স্ত্রী দুজন মিলে শ্বাসরোধে হত্যা করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

গরু বিক্রির টাকার লোভে নওগাঁয় মাকে হত্যা!

আপডেট সময় ০৫:৪৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর বদলগাছি উপজেলায় ছবি বেগম (৪৮) নামে এক নারীকে তার ছেলে ও তার স্ত্রী মিলে শ্বাসরোধে হত্যা করেছেন।

মায়ের কাছ থেকে গরু বিক্রির টাকা কেড়ে নিতে তারা এই খুন করেন। এ ঘটনায় নিহত ছবির ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন।

মামলার পর ঘাতক সবুজ হোসেন ও তার স্ত্রী রোখসানা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছেন।

শুক্রবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা বদলগাছি থানার পরিদর্শক (তদন্ত) রায়হান হোসেন এসব তথ্য জানিয়েছেন।

রায়হান হোসেন বলেন, সবুজের মা ছবি বেগমের কাছে গরু বিক্রির ৫৪ হাজার টাকা ছিল। মায়ের কাছ থেকে সবুজ গরু বিক্রির টাকাগুলো চাচ্ছিলেন। ছেলে টাকা চুরি করবে ভেবে ছবি গরু বিক্রির টাকা ঘরে না রেখে সব সময় নিজের কোমরে রাখতেন।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার বিকালে ছবি ঘাস কাটতে বাড়ির পাশে একটি ধানক্ষেতে গিয়েছিলেন। ছেলে সবুজ ও তার স্ত্রী রোখসানাও ছবির সঙ্গে একই ক্ষেতে ঘাস কাটছিলেন। সেখানে সবুজ তার মায়ের কাছে গরু বিক্রির টাকাগুলো আবারও চান।

এ নিয়ে ধানক্ষেতে মা ও ছেলের মধ্যে ঝগড়া হয়। এ সময় সবুজ তার স্ত্রী রোখসানার সহায়তায় গলায় গামছা পেঁচিয়ে মাকে হত্যা করে গরু বিক্রির টাকার বের করে নেন। এর পর তারা মায়ের লাশ ধানক্ষেতে ফেলে রেখে বাড়িতে আসেন।

ওই দিন বিকাল সাড়ে ৫টার দিকে এক ব্যক্তি বাড়িতে যাওয়ার পথে ছবিকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখেন। এর পর গ্রামবাসী এসে ছবিকে মৃত অবস্থায় দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

প্রাথমিক অবস্থায় ছবির স্বামী, ছেলে ও ছেলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদে জন্য থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদের পর নিহত ছবির স্বামীকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় ছবির ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সবুজ ও তার স্ত্রীকে গ্রেফতার দেখানো হয়েছে।

শুক্রবার স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য দুজনকে আদালতে নেওয়া হবে।

বদলগাছি থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ছবি হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে। গরু বিক্রির টাকা ছিনিয়ে নিতে ছবিকে তার ছেলে ও ছেলের স্ত্রী দুজন মিলে শ্বাসরোধে হত্যা করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছেন।