ঢাকা ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

হঠাৎ বউয়ের সাজে বুবলী, ঘটনা কী?

আকাশ বিনোদন ডেস্ক :

পরিবেশটা বিয়ে বাড়ির। বধূ বেশে বসে আছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। হঠাৎ দেখলে মনে হবে বিয়ের পিঁড়িতে বসেছেন এই নায়িকা। তবে না! তার এই কনে সাজ মূলত একটি ফ্যাশন হাউজের ফটোশুটের জন্য। বুধবার রাজধানীর উত্তরায় রয়েল মালাবার কার্যালয়ে ফটোশুটে অংশ নেন বুবলী।

এ সময় গৌতম সাহার কোরিওগ্রাফিতে রয়েল মালাবারের ড্রেস ও জুয়েলারি ব্যবহার করেন নায়িকা। নাঈম আহমেদের ক্যামেরায় সেট ডিজাইন করেন ঝলক মাহমুদ। এর আগে রয়েল মালাবারের ফটোশুটে অংশ নিয়েছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।

এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘নরমালি ভারী ড্রেস পরলে অস্বস্তি লাগে। কিন্তু রয়েল মালাবারের ড্রেসগুলো কমফোর্ট, মনেই হয় না এত ভারি। খুবই আরামদায়ক। অনেক আগে একটা ফ্যাশন হাউজের ফটোশুট করেছি। সেখানে একটি মাত্র ড্রেস পরেছি। দীর্ঘদিন পরে আবার শুট করলাম। ভালো লেগেছে।’

দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন শবনম বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’ ছবির মাধ্যমে অভিষেক হয় তার। এর পরই ঘুরে যায় বুবলীর ভাগ্যের চাকা। রাতারাতি তারকাখ্যাতি লাভ করেন তিনি। গড়ে ওঠে শাকিব-বুবলী জুটি।

টানা ১১টি সিনেমায় জুটি বাঁধেন তারা। মুক্তির অপেক্ষায় থাকা ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবিতেও বুবলীর নায়ক শাকিব খান। এছাড়া সম্প্রতি শাপলা মিডিয়া প্রযোজিত ‘চোখ’ মুক্তি পায়। সেখানে তার বিপরীতে অভিনয় করেছেন নিরব হোসেন ও জিয়াউল রোশান। পাশাপাশি ‘ক্যাসিনো’ নামে একটি ছবিতেও নিরবের বিপরীতে অভিনয় করেছেন এই নায়িকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

হঠাৎ বউয়ের সাজে বুবলী, ঘটনা কী?

আপডেট সময় ১০:১৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১

আকাশ বিনোদন ডেস্ক :

পরিবেশটা বিয়ে বাড়ির। বধূ বেশে বসে আছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। হঠাৎ দেখলে মনে হবে বিয়ের পিঁড়িতে বসেছেন এই নায়িকা। তবে না! তার এই কনে সাজ মূলত একটি ফ্যাশন হাউজের ফটোশুটের জন্য। বুধবার রাজধানীর উত্তরায় রয়েল মালাবার কার্যালয়ে ফটোশুটে অংশ নেন বুবলী।

এ সময় গৌতম সাহার কোরিওগ্রাফিতে রয়েল মালাবারের ড্রেস ও জুয়েলারি ব্যবহার করেন নায়িকা। নাঈম আহমেদের ক্যামেরায় সেট ডিজাইন করেন ঝলক মাহমুদ। এর আগে রয়েল মালাবারের ফটোশুটে অংশ নিয়েছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।

এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘নরমালি ভারী ড্রেস পরলে অস্বস্তি লাগে। কিন্তু রয়েল মালাবারের ড্রেসগুলো কমফোর্ট, মনেই হয় না এত ভারি। খুবই আরামদায়ক। অনেক আগে একটা ফ্যাশন হাউজের ফটোশুট করেছি। সেখানে একটি মাত্র ড্রেস পরেছি। দীর্ঘদিন পরে আবার শুট করলাম। ভালো লেগেছে।’

দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন শবনম বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’ ছবির মাধ্যমে অভিষেক হয় তার। এর পরই ঘুরে যায় বুবলীর ভাগ্যের চাকা। রাতারাতি তারকাখ্যাতি লাভ করেন তিনি। গড়ে ওঠে শাকিব-বুবলী জুটি।

টানা ১১টি সিনেমায় জুটি বাঁধেন তারা। মুক্তির অপেক্ষায় থাকা ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবিতেও বুবলীর নায়ক শাকিব খান। এছাড়া সম্প্রতি শাপলা মিডিয়া প্রযোজিত ‘চোখ’ মুক্তি পায়। সেখানে তার বিপরীতে অভিনয় করেছেন নিরব হোসেন ও জিয়াউল রোশান। পাশাপাশি ‘ক্যাসিনো’ নামে একটি ছবিতেও নিরবের বিপরীতে অভিনয় করেছেন এই নায়িকা।