ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’ এই কথার কি ভিত্তি আছে?

আকাশ নিউজ ডেস্ক:

প্রশ্ন: প্রায়শ অনেককে বলতে দেখা যায়— স্ত্রীর জন্য ‘স্বামীর পায়ের নিচে জান্নাত’। এই কথাটির কোনো ভিত্তি আছে? নাকি এটি সম্পূর্ণ মানুষের বানানো কথা?

উত্তর: অনেকে কথাটিকে হাদিস হিসেবে পেশ করে থাকেন। যার আরবি হলো— الجنة تحت أقدام الأزواج অথচ হুবহ এ শব্দ-বাক্যে কোনো হাদিস পাওয়া যায় না।

সুতরাং এটিকে হাদিস হিসেবে বলা যাবে না। তবে কিছু হাদিসে এর মর্মার্থ পাওয়া যায়, বিধায় কথাটাকে সম্পূর্ণ মিথ্যাও বলা যাবে না।

যেমন এক হাদিসে এসেছে— একবার এক নারী সাহাবি কোনো প্রয়োজনে রাসুলের (সা.) কাছে এলেন। যাওয়ার সময় রাসল (সা.) তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি স্বামী আছে? তিনি বললেন, জি আছে।

নবীজি বললেন, তার সঙ্গে তোমার আচরণ কেমন? সে বলল, আমি যথাসাধ্য তার সঙ্গে ভালো আচরণ করার চেষ্টা করি।

তখন নবীজি বললেন, فانظري أين أنت منه، فإنما هو جنتك ونارك হ্যাঁ, তার সঙ্গে তোমার আচরণের বিষয়ে সজাগ থাকো, কারণ সে তোমার জান্নাত বা তোমার জাহান্নাম।

(মুআত্তা মালেক, হাদিস ৯৫২; মুসনাদে আহমাদ, ৪/৩৪১ হাদিস ১৯০০৩; মুসতাদরাকে হাকেম, হাদিস ২৭৬৯; সুনানে কুবরা, বায়হাকি, হাদিস ১৪৭০৬)

অপর হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেন—
إذا صلت المرأة خمسها ، وصامت شهرها ، وحصنت فرجها ، وأطاعت زوجها قيل لها : ادخلي الجنة من أي أبواب الجنة شئت

নারী যখন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, রমজানের রোজা রাখবে, আপন লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, তখন সে জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। (সহিহ ইবনে হিব্বান, হাদিস ৪১৬৩)

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’ এই কথার কি ভিত্তি আছে?

আপডেট সময় ০৬:৪৪:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১

আকাশ নিউজ ডেস্ক:

প্রশ্ন: প্রায়শ অনেককে বলতে দেখা যায়— স্ত্রীর জন্য ‘স্বামীর পায়ের নিচে জান্নাত’। এই কথাটির কোনো ভিত্তি আছে? নাকি এটি সম্পূর্ণ মানুষের বানানো কথা?

উত্তর: অনেকে কথাটিকে হাদিস হিসেবে পেশ করে থাকেন। যার আরবি হলো— الجنة تحت أقدام الأزواج অথচ হুবহ এ শব্দ-বাক্যে কোনো হাদিস পাওয়া যায় না।

সুতরাং এটিকে হাদিস হিসেবে বলা যাবে না। তবে কিছু হাদিসে এর মর্মার্থ পাওয়া যায়, বিধায় কথাটাকে সম্পূর্ণ মিথ্যাও বলা যাবে না।

যেমন এক হাদিসে এসেছে— একবার এক নারী সাহাবি কোনো প্রয়োজনে রাসুলের (সা.) কাছে এলেন। যাওয়ার সময় রাসল (সা.) তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি স্বামী আছে? তিনি বললেন, জি আছে।

নবীজি বললেন, তার সঙ্গে তোমার আচরণ কেমন? সে বলল, আমি যথাসাধ্য তার সঙ্গে ভালো আচরণ করার চেষ্টা করি।

তখন নবীজি বললেন, فانظري أين أنت منه، فإنما هو جنتك ونارك হ্যাঁ, তার সঙ্গে তোমার আচরণের বিষয়ে সজাগ থাকো, কারণ সে তোমার জান্নাত বা তোমার জাহান্নাম।

(মুআত্তা মালেক, হাদিস ৯৫২; মুসনাদে আহমাদ, ৪/৩৪১ হাদিস ১৯০০৩; মুসতাদরাকে হাকেম, হাদিস ২৭৬৯; সুনানে কুবরা, বায়হাকি, হাদিস ১৪৭০৬)

অপর হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেন—
إذا صلت المرأة خمسها ، وصامت شهرها ، وحصنت فرجها ، وأطاعت زوجها قيل لها : ادخلي الجنة من أي أبواب الجنة شئت

নারী যখন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, রমজানের রোজা রাখবে, আপন লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, তখন সে জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। (সহিহ ইবনে হিব্বান, হাদিস ৪১৬৩)