অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস দোকানে ঢুকে পড়ায় ৩ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, ওই এলাকার ওয়াজেদ চোকদার (৬৫), রাকিবুল হাসান (২৫) ও মেহেরুন নেছা (৫৫) ।
ডাঙ্গী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা সোনারতরী পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। নিহতরা সবাই ডাঙ্গী ইউনিয়নের বাসিন্দা বলে তিনি জানান। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীসহ স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেছে। ওসি এজাজউদ্দিন বলেন, ‘চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। এ কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
আকাশ নিউজ ডেস্ক 
























