ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে অপহরণ, উদ্ধার হয়নি ৪ দিনেও

আকাশ জাতীয় ডেস্ক:

রংপুর নগরীর পীরজাবাদে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মেয়েকে উদ্ধারে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় অভিযুক্ত আসামি শাহ আমানত আমানের (২৩) নামে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর মা।

কিন্তু গত চার দিনেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। বরং আসামিদের হুমকি-ধামকিতে চরম নিরাপত্তাহীতায় ভুগছেন তারা। তবে পুলিশ বলছে, তাদের অভিযান অব্যাহত রয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, রংপুর নগরীর পীরজাবাদ প্রাইম গেট এলাকায় অপহরণের শিকার ওই স্কুলছাত্রীর ভাইয়ের একটি মোটরসাইকেল ওয়ার্কশপের কর্মচারী পাভেল মিয়া। তার বন্ধু পরিচয়ের সূত্র ধরে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে শাহ আমানত আমান (২৩)।

ওই দোকান কর্মচারী পাভেলের বন্ধু অপহরণকারী শাহ আমানত আমান নগরীর নুরপুর নার্সারি গেট এলাকার আবুল কালামের ছেলে। তার বাবা এলাকায় গাঁজা ব্যবসায়ী হিসেবে পরিচিত। শাহ আমানত আমানও মাদকাসক্ত। নগরীর একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে আমানত। পরে তাকে ব্ল্যাকমেইল করে তার আপত্তিকর ছবি তুলে ভয় দেখিয়ে অপহরণ করেছে বলে অভিযোগে জানা গেছে।

তার সঙ্গে প্রেমের সম্পর্কের ঘটনা জানাজানি হলে স্কুলছাত্রীর মাসহ পরিবারের লোকজন বাধা দেন। এ নিয়ে অপহরণের শিকার ওই ছাত্রীকে অপহরণ করাসহ তাদের দেখে নেওয়ার হুমকি দেয় অভিযুক্ত আসামি। পরে গত ১৫ সেপ্টেম্বর দুপুরে স্কুলছাত্রীকে বাড়ির সামনে একা পেয়ে মাইক্রোবাসে জোরপূর্বক তুলে নিয়ে যায় আমান ও তার সঙ্গীরা। পরে মেয়েকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অপহরণকারী শাহ আমানত আমানের বাড়িতে মেয়ের সন্ধানে যান ওই স্কুলছাত্রীর মাসহ পরিবারের সদস্যরা। সেখানে গেলে আমানের বাবাসহ পরিবারের লোকজন তাদের ভয়ভীতি ও হুমকি-ধামকি প্রদর্শন করে তাড়িয়ে দেয়।

পরে তারা মেট্রোপলিটন কোতোয়ালি থানায় আমান ও তার বাবা আবুল কালামসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ গত চার দিনেও অপহরণের শিকার ওই স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি।

এ ব্যাপারে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি রাজিফুজ্জামান বসুনিয়া জানান, অভিযোগ পাওয়ার পরই ওই স্কুলছাত্রীকে উদ্ধার করতে অভিযান চলছে। আশা করি দ্রুতই উদ্ধার করতে পারব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে অপহরণ, উদ্ধার হয়নি ৪ দিনেও

আপডেট সময় ১০:৩৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

রংপুর নগরীর পীরজাবাদে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মেয়েকে উদ্ধারে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় অভিযুক্ত আসামি শাহ আমানত আমানের (২৩) নামে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর মা।

কিন্তু গত চার দিনেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। বরং আসামিদের হুমকি-ধামকিতে চরম নিরাপত্তাহীতায় ভুগছেন তারা। তবে পুলিশ বলছে, তাদের অভিযান অব্যাহত রয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, রংপুর নগরীর পীরজাবাদ প্রাইম গেট এলাকায় অপহরণের শিকার ওই স্কুলছাত্রীর ভাইয়ের একটি মোটরসাইকেল ওয়ার্কশপের কর্মচারী পাভেল মিয়া। তার বন্ধু পরিচয়ের সূত্র ধরে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে শাহ আমানত আমান (২৩)।

ওই দোকান কর্মচারী পাভেলের বন্ধু অপহরণকারী শাহ আমানত আমান নগরীর নুরপুর নার্সারি গেট এলাকার আবুল কালামের ছেলে। তার বাবা এলাকায় গাঁজা ব্যবসায়ী হিসেবে পরিচিত। শাহ আমানত আমানও মাদকাসক্ত। নগরীর একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে আমানত। পরে তাকে ব্ল্যাকমেইল করে তার আপত্তিকর ছবি তুলে ভয় দেখিয়ে অপহরণ করেছে বলে অভিযোগে জানা গেছে।

তার সঙ্গে প্রেমের সম্পর্কের ঘটনা জানাজানি হলে স্কুলছাত্রীর মাসহ পরিবারের লোকজন বাধা দেন। এ নিয়ে অপহরণের শিকার ওই ছাত্রীকে অপহরণ করাসহ তাদের দেখে নেওয়ার হুমকি দেয় অভিযুক্ত আসামি। পরে গত ১৫ সেপ্টেম্বর দুপুরে স্কুলছাত্রীকে বাড়ির সামনে একা পেয়ে মাইক্রোবাসে জোরপূর্বক তুলে নিয়ে যায় আমান ও তার সঙ্গীরা। পরে মেয়েকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অপহরণকারী শাহ আমানত আমানের বাড়িতে মেয়ের সন্ধানে যান ওই স্কুলছাত্রীর মাসহ পরিবারের সদস্যরা। সেখানে গেলে আমানের বাবাসহ পরিবারের লোকজন তাদের ভয়ভীতি ও হুমকি-ধামকি প্রদর্শন করে তাড়িয়ে দেয়।

পরে তারা মেট্রোপলিটন কোতোয়ালি থানায় আমান ও তার বাবা আবুল কালামসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ গত চার দিনেও অপহরণের শিকার ওই স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি।

এ ব্যাপারে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি রাজিফুজ্জামান বসুনিয়া জানান, অভিযোগ পাওয়ার পরই ওই স্কুলছাত্রীকে উদ্ধার করতে অভিযান চলছে। আশা করি দ্রুতই উদ্ধার করতে পারব।