ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

নুরুল ইসলাম ফাউন্ডেশনের আরও ২০টি মসজিদভিত্তিক মক্তব চালু

আকাশ জাতীয় ডেস্ক:  

যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় ধাপে দেশের প্রত্যন্ত অঞ্চলে আরও ২০টি গণশিক্ষা কেন্দ্র ও মসজিদভিত্তিক মক্তব চালু হয়েছে আজ।

নুরুল ইসলাম ফাউন্ডেশনের অধীনে পরিচালিত এসব মক্তবে সব বয়সী মুসলমানদের বিশুদ্ধভাবে পবিত্র কোরআন শরিফ, দোয়া-দরুদ, নামাজ-কালাম ও দ্বীনের প্রয়োজনীয় মাসআলা মাসায়িল শেখানোর পাশাপাশি কোরআনের অর্থ ও মর্ম বুঝতে বিশেষভাবে সহযোগিতা করা হবে। পাশাপাশি দেশের নিরক্ষর নাগরিকদের অক্ষর জ্ঞানদানের কার্যক্রমও চালাবে নুরুল ইসলাম ফাউন্ডেশন।

বুধবার সকালে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

তিনি বলেন, মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ (সা.) বিশ্বের শান্তির জন্য পবিত্র কোরআন নিয়ে এসেছিলেন। কোরআনে শান্তির পথনির্দেশ দেওয়া হয়েছে। সমাজে কোরআন চর্চা বাড়লে শান্তি, সম্প্রীতি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত হবে। পবিত্র কোরআনের শাশ্বত শিক্ষা ও আদর্শের প্রচার এবং প্রসারে নিজের সাধ্য অনুসারে চেষ্টা করা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব।

ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক সহ-সম্পাদক মাওলানা তোফায়েল গাজালি বলেন, নুরুল ইসলাম ফাউন্ডেশন সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গড়ার যে মহাপরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে চলছে তার একটি বিশেষ প্রকল্প হলো- মসজিদভিত্তিক মক্তব ।

আর্ত-মানবতার সেবা, সমাজ সংস্কার, কর্মসংস্থান তৈরি, মসজিদ-মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ বিতরণ, দারিদ্র্য বিমোচন, এতিম, গরিব, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভরণপোষণ, ছিন্নমূল ও পথবাসীদের পুনর্বাসন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা প্রদানসহ সব শ্রেণির নাগরিকদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গড়ার স্বপ্ন দেখি আমরা।

তিনি বলেন, আমরা ক্রমান্বয়ে দেশের প্রতিটি জেলায় আমাদের কার্যক্রম নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

নুরুল ইসলাম ফাউন্ডেশনের আরও ২০টি মসজিদভিত্তিক মক্তব চালু

আপডেট সময় ০৭:৪৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:  

যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় ধাপে দেশের প্রত্যন্ত অঞ্চলে আরও ২০টি গণশিক্ষা কেন্দ্র ও মসজিদভিত্তিক মক্তব চালু হয়েছে আজ।

নুরুল ইসলাম ফাউন্ডেশনের অধীনে পরিচালিত এসব মক্তবে সব বয়সী মুসলমানদের বিশুদ্ধভাবে পবিত্র কোরআন শরিফ, দোয়া-দরুদ, নামাজ-কালাম ও দ্বীনের প্রয়োজনীয় মাসআলা মাসায়িল শেখানোর পাশাপাশি কোরআনের অর্থ ও মর্ম বুঝতে বিশেষভাবে সহযোগিতা করা হবে। পাশাপাশি দেশের নিরক্ষর নাগরিকদের অক্ষর জ্ঞানদানের কার্যক্রমও চালাবে নুরুল ইসলাম ফাউন্ডেশন।

বুধবার সকালে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

তিনি বলেন, মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ (সা.) বিশ্বের শান্তির জন্য পবিত্র কোরআন নিয়ে এসেছিলেন। কোরআনে শান্তির পথনির্দেশ দেওয়া হয়েছে। সমাজে কোরআন চর্চা বাড়লে শান্তি, সম্প্রীতি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত হবে। পবিত্র কোরআনের শাশ্বত শিক্ষা ও আদর্শের প্রচার এবং প্রসারে নিজের সাধ্য অনুসারে চেষ্টা করা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব।

ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক সহ-সম্পাদক মাওলানা তোফায়েল গাজালি বলেন, নুরুল ইসলাম ফাউন্ডেশন সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গড়ার যে মহাপরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে চলছে তার একটি বিশেষ প্রকল্প হলো- মসজিদভিত্তিক মক্তব ।

আর্ত-মানবতার সেবা, সমাজ সংস্কার, কর্মসংস্থান তৈরি, মসজিদ-মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ বিতরণ, দারিদ্র্য বিমোচন, এতিম, গরিব, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভরণপোষণ, ছিন্নমূল ও পথবাসীদের পুনর্বাসন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা প্রদানসহ সব শ্রেণির নাগরিকদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গড়ার স্বপ্ন দেখি আমরা।

তিনি বলেন, আমরা ক্রমান্বয়ে দেশের প্রতিটি জেলায় আমাদের কার্যক্রম নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।