ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, একজনের মৃত্যু ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত: আসিফ এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, প্রাণে রক্ষা পেলেন রোগীসহ চারজন ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের ‘ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি’:রিজভী রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে : ইসি আনোয়ারুল বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে: মির্জা ফখরুল

সাকিব-মোস্তাফিজদের কাছে শিখতে চান এই কিউই অলরাউন্ডার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল এখন বাংলাদেশে। তিন দিনের কোয়ারেন্টিন শেষে ২৭ আগস্ট থেকে অনুশীলন পর্ব শুরু করেছেন তারা।

দলের ১৫ সদস্যের স্কোয়াডে আছেন ভারতীয় বংশোদ্ভূত কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। ২১ বছর বয়সি রাচিনের এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষের ম্যাচ দিয়েই শুরু হবে তার আন্তর্জাতিকে পথচলা।

তার আগেই তিনি জানালেন, বাংলাদেশের বিপক্ষে অভিষেক সিরিজ দিয়ে ক্রিকেটের অনেক কিছুই শিখবেন তিনি। সাকিব-মোস্তাফিজদের খেলা দেখে শিখতে চান তিনি।

ক্রিকেট নিউজিল্যান্ডের দেওয়া এক ভিডিওবার্তায় রাচিন বলেন, ‘সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিক, মোস্তাফিজের মতো বিশ্বমানের ক্রিকেটার আছে এই দলটিতে। সত্যিই দারুণ কিছু ক্রিকেটার আছে তাদের। তাদের কাছ থেকেও আমরা শিখতে পারি এবং বুঝতে পারি যে, নিজেদের কন্ডিশনে তারা কী করে। আশা করি তাদের দেশে শিখে আমাদের খেলায় তা কাজে লাগাব।’

অভিষেকের প্রতীক্ষায় রোমাঞ্চিত রাচিন রবীন্দ্র। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের হয়ে খেলতে পারা সবসময়ই দারুণ। অভিষেক হলে তা হবে অবিশ্বাস্য। আশা করি আমরা দল হিসেবে জিতব এবং শিখব। প্রতিটি দিন ধরে তাই এগোতে হবে। যদি খেলি, তা হলে চাওয়া থাকবে দলে অবদান রাখার এবং দলকে জেতানোর।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

সাকিব-মোস্তাফিজদের কাছে শিখতে চান এই কিউই অলরাউন্ডার

আপডেট সময় ০৮:৫৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক: 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল এখন বাংলাদেশে। তিন দিনের কোয়ারেন্টিন শেষে ২৭ আগস্ট থেকে অনুশীলন পর্ব শুরু করেছেন তারা।

দলের ১৫ সদস্যের স্কোয়াডে আছেন ভারতীয় বংশোদ্ভূত কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। ২১ বছর বয়সি রাচিনের এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষের ম্যাচ দিয়েই শুরু হবে তার আন্তর্জাতিকে পথচলা।

তার আগেই তিনি জানালেন, বাংলাদেশের বিপক্ষে অভিষেক সিরিজ দিয়ে ক্রিকেটের অনেক কিছুই শিখবেন তিনি। সাকিব-মোস্তাফিজদের খেলা দেখে শিখতে চান তিনি।

ক্রিকেট নিউজিল্যান্ডের দেওয়া এক ভিডিওবার্তায় রাচিন বলেন, ‘সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিক, মোস্তাফিজের মতো বিশ্বমানের ক্রিকেটার আছে এই দলটিতে। সত্যিই দারুণ কিছু ক্রিকেটার আছে তাদের। তাদের কাছ থেকেও আমরা শিখতে পারি এবং বুঝতে পারি যে, নিজেদের কন্ডিশনে তারা কী করে। আশা করি তাদের দেশে শিখে আমাদের খেলায় তা কাজে লাগাব।’

অভিষেকের প্রতীক্ষায় রোমাঞ্চিত রাচিন রবীন্দ্র। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের হয়ে খেলতে পারা সবসময়ই দারুণ। অভিষেক হলে তা হবে অবিশ্বাস্য। আশা করি আমরা দল হিসেবে জিতব এবং শিখব। প্রতিটি দিন ধরে তাই এগোতে হবে। যদি খেলি, তা হলে চাওয়া থাকবে দলে অবদান রাখার এবং দলকে জেতানোর।’