অাকাশ জাতীয় ডেস্ক:
দিনাজপুরে পৃথক ৩টি বজ্রপাতে এক শিশু ও এক মহিলাসহ ৮ জন নিহত হয়েছেন। বজ্রপাতে একই সাথে ৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ৫ জন। আজ শনিবার দুপুর দেড়’টায় দিনাজপুরের বিরল উপজেলার পূর্ব রাজরামপুর এলাকায় ঘটনা ঘটেছে। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধান ক্ষেতে কাজ করার সময় আকাশ মেঘাচ্ছন্ন হয় এবং ঝড়ো বৃষ্টিপাত হতে থাকে। আকাশ থেকে বজ্রপাতের শংকায় কয়েকজন ওই এলাকার একটি স্যালো মেশিন ঘরে আশ্রয় নেয়। এ সময় ঘটে বজ্রপাত। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। আহত হয় আরো ৭ জন। আহতদের দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরো দু’জন।
বিরল উপজেলার মখলেসপুর গ্রামে আজ দুপুরে বজ্রপাতের ঘটনায় হৃদয় (১২) নামে এক শিশু আহত হয়। দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে আজ শনিবার ভোরে চিরিরবন্দর উপজেলার চশরামপুর গ্রামে হালিমা খাতুন (৩০) এক গৃহবধু বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
ওসি হারেসুল জানায়, ভোরে বৃষ্টির সময় বাড়ির আঙিনায় রান্নার চুলা ঢাকার জন্য ঘর থেকে বের হন হালিমা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























