আকাশ জাতীয় ডেস্ক:
ফেসবুকে সাতক্ষীরার দুজন সাংসদকে জীবননাশের হুমকিদাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাবাকেও গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার রাতে দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- দেবহাটা উপজেলার বালিয়াঙ্গা গ্রামের ইমান আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তার ছেলে ইউসুফ হোসেন (২১)।
বুধবার দুপুরে জেলা পুলিশ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গত ৮ আগস্ট ‘আজয়ালি জান নেই’ ও ‘কালিমা মা’ – নামে দুটি ফেসবুক আইডি ব্যবহার করে সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সাংসদ ডা. আ ফ ম রুহুল এবং সদর-২ আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ রবিকে হুমকি দেয়া হয়।
হুমকিমূলক ফেসবুক পোস্টে বলা হয়, এই “দুজনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরস্কার দিবো, আমাদের সব লোকদের বলে দেও, এই দুজনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরস্কার একেবার মেরি ফেলি দিতে হবে, কোটি টাকা।”
এ ঘটনায় দুজন সাংসদের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান।
ডায়েরির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পোস্টদাতা ইউসুফ হোসেনকে শনাক্ত করে পুলিশ। পরে তাদের বাড়িতে অভিযান চালিয়ে আটটি মোবাইল ফোন, ২০টি সিম কার্ড, তিনটি মেমোরি কার্ড, একটি ক্যামেরাযুক্ত ডিজিটাল হাতঘড়ি ও ‘জঙ্গিবাদের উস্কানিমূলক’ কিছু বই উদ্ধার করা হয়। অভিযানের সময় ইউসুফ হোসেন ও তার মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, গ্রেপ্তার দুজন জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। মামলার বাদী জিয়াউর বিন সেলিম।
আকাশ নিউজ ডেস্ক 



















