ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

সাকিলের আগুন ঝরা বোলিংয়ে শেখ জামালের বিশাল জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

সালাউদ্দিন সাকিলের আগুন ঝরা বোলিংয়ের দিনে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে দিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ৩.৩ ওভারে মাত্র ১৬ রানের বিনিময়ে পাঁচ উইকেট শিকার করেন তিনি।

সাকিলের ক্যারিয়ার সেরা এই বোলিংয়ে বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে পারটেক্সকে ছয় উইকেটে হারিয়েছে শেখ জামাল। ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন সালাউদ্দিন।

বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করে সালাউদ্দিনের বোলিংয়ের সামনে ১০৪ রানে অলআউট হয়ে যায় পারটেক্স। দলের পক্ষ শুধু আব্বাস মুসা ২০ রান করেন। বাকিরা কেউ তেমন উল্লেখযোগ্য রান করতে পারেননি। সাতজনই আউট হয়েছেন ১০-এর নিচে। ১৯ করে করেছেন দুজন।

এই মামুলি টার্গেট তাড়া করতে নেমে ১৬ বল হাতে রেখেই ছয় উইকেটে জয় পেয়েছে। ১৭.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় নুরুল হাসান সোহানের দল। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ২৭ রান করেন ইলিয়াস সানি। ২৩ বলে ২২ রান করেন নাসির হোসেন।

ছয় ম্যাচে নিজেদের তৃতীয় জয় পেল শেখ জামাল। ছয় পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে আছে তারা। অন্যদিকে এখনো জয়ের দেখা না পাওয়া পারটেক্স আছে টেবিলের তলানিতে।

সংক্ষিপ্ত স্কোর :

পারটেক্স : ১৯.৩ ওভারে ১০৪ (আলভি ২০, সায়েম ৬, তাসামুল ৬, জহুরুল ১৯, ধীমান ১৯, রাজিবুল ৬, মেহরাব ১২, জয়নুল ৯*; নাসির ১-০-৫-১, সানি ৪-০-১৭-২, ইবাদত ৪-০-৩১-১, সালাউদ্দিন ৩.৩-০-১৬-৫, জিয়া ৪-০-১৮-১)।

শেখ জামাল : ১৭.২ ওভারে ১০৫/৪ (সৈকত ৪, আশরাফুল ১৭, নাসির ২২, সোহান ৩০, সানি ২৭*, তানভীর ১*; জয়নুল ৩.২-০-২৬-২, রাজিবুল ৩-১-৭-১, মেহরাব ২-০-৬-১, নিহাদ ৩-০-২০-০, জুবায়ের ১-০-১২-০, তাসামুল ৩-০-১৭-০)।

ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৬ উইকেটে জয়ী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

সাকিলের আগুন ঝরা বোলিংয়ে শেখ জামালের বিশাল জয়

আপডেট সময় ০৭:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

সালাউদ্দিন সাকিলের আগুন ঝরা বোলিংয়ের দিনে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে দিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ৩.৩ ওভারে মাত্র ১৬ রানের বিনিময়ে পাঁচ উইকেট শিকার করেন তিনি।

সাকিলের ক্যারিয়ার সেরা এই বোলিংয়ে বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে পারটেক্সকে ছয় উইকেটে হারিয়েছে শেখ জামাল। ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন সালাউদ্দিন।

বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করে সালাউদ্দিনের বোলিংয়ের সামনে ১০৪ রানে অলআউট হয়ে যায় পারটেক্স। দলের পক্ষ শুধু আব্বাস মুসা ২০ রান করেন। বাকিরা কেউ তেমন উল্লেখযোগ্য রান করতে পারেননি। সাতজনই আউট হয়েছেন ১০-এর নিচে। ১৯ করে করেছেন দুজন।

এই মামুলি টার্গেট তাড়া করতে নেমে ১৬ বল হাতে রেখেই ছয় উইকেটে জয় পেয়েছে। ১৭.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় নুরুল হাসান সোহানের দল। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ২৭ রান করেন ইলিয়াস সানি। ২৩ বলে ২২ রান করেন নাসির হোসেন।

ছয় ম্যাচে নিজেদের তৃতীয় জয় পেল শেখ জামাল। ছয় পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে আছে তারা। অন্যদিকে এখনো জয়ের দেখা না পাওয়া পারটেক্স আছে টেবিলের তলানিতে।

সংক্ষিপ্ত স্কোর :

পারটেক্স : ১৯.৩ ওভারে ১০৪ (আলভি ২০, সায়েম ৬, তাসামুল ৬, জহুরুল ১৯, ধীমান ১৯, রাজিবুল ৬, মেহরাব ১২, জয়নুল ৯*; নাসির ১-০-৫-১, সানি ৪-০-১৭-২, ইবাদত ৪-০-৩১-১, সালাউদ্দিন ৩.৩-০-১৬-৫, জিয়া ৪-০-১৮-১)।

শেখ জামাল : ১৭.২ ওভারে ১০৫/৪ (সৈকত ৪, আশরাফুল ১৭, নাসির ২২, সোহান ৩০, সানি ২৭*, তানভীর ১*; জয়নুল ৩.২-০-২৬-২, রাজিবুল ৩-১-৭-১, মেহরাব ২-০-৬-১, নিহাদ ৩-০-২০-০, জুবায়ের ১-০-১২-০, তাসামুল ৩-০-১৭-০)।

ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৬ উইকেটে জয়ী।