ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

থানায় নিয়ে নির্যাতনের অভিযোগে উল্লাপাড়ার ওসির বিরুদ্ধে মামলা

আকাশ জাতীয় ডেস্ক:

পুলিশি হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে থানা হেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাসের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ সাইফুদ্দিন প্রামাণিক বাদী হয়ে ওসির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।

এসব তথ্য নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী মোরশেদুল ইসলাম ও নিখিল কুমার ঘোষ বলেন, বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের আদালতে মামলা করেন সাইফুদ্দিন প্রামাণিক। বিচারক মামলাটি আমলে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে বাদীর মেডিক্যাল পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের রেজিস্টার্ড চিকিৎসককে নির্দেশ দিয়েছেন। এদিকে, অপর এক আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির জুডিসিয়াল তদন্তের নির্দেশ দেন বিচারক।

মামলায় বাদী উল্লেখ করেন, ১০ মাস আগে উপজেলার বেতবাড়ী গ্রামে একটি মারামারির ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেফতার অভিযানের নামে পুরো গ্রাম তছনছ করে পুলিশ। টাকা নিয়ে বাণিজ্য করতে থাকে পুলিশ। চাহিদা মতো টাকা না দেওয়ায় প্রতিরাতেই ওই গ্রামে অভিযান চালিয়ে হয়রানি করা হয়। একাধিক ব্যক্তিকে মামলা ছাড়াই গ্রেফতার করে থানায় নিয়ে ব্যাপক শারীরিক ও মানসিক নির্যাতন করে টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এসব বিষয় নিয়ে গ্রামবাসী সংবাদ সম্মেলন করে পুলিশি নির্যাতনের কথা তুলে ধরেন। এ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশে ক্ষিপ্ত হন ওসি দীপক কুমার দাস। তিনি সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়া ব্যক্তিদের একে একে ধরে নিয়ে নির্যাতন করে নতুন নতুন মামলা দিয়ে জেলহাজতে পাঠাতে থাকেন।

এরই ধারাবাহিকতায় গত ২৪ মে রাতে বৃদ্ধ সাইফুদ্দিন প্রামাণিককে আটক করে থানায় নিয়ে ওসি ও দুই এসআই মিলে মারপিট করেন এবং ২৫ মে একটি চাঁদাবাজি মামলায় তাকে আদালতে সোপর্দ করেন। বিচারক জামিন মঞ্জুর করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। চিকিৎসা শেষে বৃহস্পতিবার বিকেলে আদালতে মামলা দায়ের করেন সাইফুদ্দিন প্রামাণিক।

সাইফুদ্দিন প্রামানিক জানান, আমার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। সাংবাদিকদের কাছে পুলিশি হয়রানির কথা বলাতেই আমাকে ধরে নিয়ে যাওয়া হয় থানায়। আমি অসুস্থ হওয়া সত্ত্বেও দুই এসআই হাত ধরে রাখেন আর ওসি নিজে আমাকে মারপিট করেন এবং বলেন, তোকে সংবাদ সম্মেলনে কথা বলার সাধ মিটাই আগে। তাদের নির্যাতনে আমার দু-হাতের তালু, মাথায়, ডান হাতে, গলার পেছনে, তলপেটে, পিঠে এবং দুই কানে মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সাইফুদ্দিন প্রমাণিকের বিরুদ্ধে অনেক আগের একটা মামলা ছিল। তাকে সেই মামলাতেই গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তাকে কোনো নির্যাতন করা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

থানায় নিয়ে নির্যাতনের অভিযোগে উল্লাপাড়ার ওসির বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১২:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

পুলিশি হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে থানা হেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাসের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ সাইফুদ্দিন প্রামাণিক বাদী হয়ে ওসির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।

এসব তথ্য নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী মোরশেদুল ইসলাম ও নিখিল কুমার ঘোষ বলেন, বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের আদালতে মামলা করেন সাইফুদ্দিন প্রামাণিক। বিচারক মামলাটি আমলে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে বাদীর মেডিক্যাল পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের রেজিস্টার্ড চিকিৎসককে নির্দেশ দিয়েছেন। এদিকে, অপর এক আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির জুডিসিয়াল তদন্তের নির্দেশ দেন বিচারক।

মামলায় বাদী উল্লেখ করেন, ১০ মাস আগে উপজেলার বেতবাড়ী গ্রামে একটি মারামারির ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেফতার অভিযানের নামে পুরো গ্রাম তছনছ করে পুলিশ। টাকা নিয়ে বাণিজ্য করতে থাকে পুলিশ। চাহিদা মতো টাকা না দেওয়ায় প্রতিরাতেই ওই গ্রামে অভিযান চালিয়ে হয়রানি করা হয়। একাধিক ব্যক্তিকে মামলা ছাড়াই গ্রেফতার করে থানায় নিয়ে ব্যাপক শারীরিক ও মানসিক নির্যাতন করে টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এসব বিষয় নিয়ে গ্রামবাসী সংবাদ সম্মেলন করে পুলিশি নির্যাতনের কথা তুলে ধরেন। এ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশে ক্ষিপ্ত হন ওসি দীপক কুমার দাস। তিনি সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়া ব্যক্তিদের একে একে ধরে নিয়ে নির্যাতন করে নতুন নতুন মামলা দিয়ে জেলহাজতে পাঠাতে থাকেন।

এরই ধারাবাহিকতায় গত ২৪ মে রাতে বৃদ্ধ সাইফুদ্দিন প্রামাণিককে আটক করে থানায় নিয়ে ওসি ও দুই এসআই মিলে মারপিট করেন এবং ২৫ মে একটি চাঁদাবাজি মামলায় তাকে আদালতে সোপর্দ করেন। বিচারক জামিন মঞ্জুর করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। চিকিৎসা শেষে বৃহস্পতিবার বিকেলে আদালতে মামলা দায়ের করেন সাইফুদ্দিন প্রামাণিক।

সাইফুদ্দিন প্রামানিক জানান, আমার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। সাংবাদিকদের কাছে পুলিশি হয়রানির কথা বলাতেই আমাকে ধরে নিয়ে যাওয়া হয় থানায়। আমি অসুস্থ হওয়া সত্ত্বেও দুই এসআই হাত ধরে রাখেন আর ওসি নিজে আমাকে মারপিট করেন এবং বলেন, তোকে সংবাদ সম্মেলনে কথা বলার সাধ মিটাই আগে। তাদের নির্যাতনে আমার দু-হাতের তালু, মাথায়, ডান হাতে, গলার পেছনে, তলপেটে, পিঠে এবং দুই কানে মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সাইফুদ্দিন প্রমাণিকের বিরুদ্ধে অনেক আগের একটা মামলা ছিল। তাকে সেই মামলাতেই গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তাকে কোনো নির্যাতন করা হয়নি।