ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি বিএনপি নেতার মৃত্যু, অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার

আবারও নিউজিল্যান্ডের সেই মসজিদে বাংলাদেশের ক্রিকেটাররা

আকাশ স্পোর্টস ডেস্ক:

আল নূর, একটি মসজিদের নাম। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের এই মসজিদে ব্যাপক আলোচনায় আসে ২০১৯ সালে। ওই বছরের ১৫ মার্চ অস্ট্রেলিয়া বংশোদ্ভূত এক শেতাঙ্গ মসজিদটিতে নারকীয় হত্যাযজ্ঞ চালায়।

সে সময় নিউজিল্যান্ডের ওই শহরেই অবস্থান করছিল বাংলাদেশ ক্রিকেট দল। এমনকি টাইগারদের কয়েকজন ছিলেন মসজিদের অদূরেই। তারা ওই সময় নামাজের উদ্দেশে মসজিদের দিকেই যাচ্ছিলেন।

পরদিনই হ্যাগলি ওভালে শেষ টেস্ট খেলা প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলের ক্রিকেটাররা। ম্যাচের আগের দিন অনুশীলন ও সংবাদ সম্মেলন শেষ করে টিম বাসে করে আল নূর মসজিদের উদ্দেশে রওনা দেন বাংলাদেশ দলের অধিকাংশ খেলোয়াড়রা। বাসটি আল নূর মসজিদে পৌঁছানোর আগেই সেখানে ব্রেন্টন ট্যারান্ট নামের ওই সন্ত্রাসী শুরু করেছিলেন হত্যাযজ্ঞ। সৌভাগ্যক্রমে বাংলাদেশ দলের ক্রিকেটাররা একটু দেরি করে মসজিদে পৌঁছানোয় প্রাণে রক্ষা পান।

তবে ব্রেন্টন ট্যারান্ট নামের সেই সন্ত্রাসীর হামলায় নিহত হন ৫১ জন মানুষ। যার মধ্যে ছিলেন নিউজিল্যান্ডে বসবাসরত পাঁচজন বাংলাদেশি। বিভীষিকাময় সেই ঘটনার শোক এখনও পুরোপুরি কাটিয়ে ওঠেনি নিউজিল্যান্ড। ভয়ঙ্কর ওই হত্যাযজ্ঞ এখনও দাগ কেটে আছে অনেকের মনেই।

দুই বছর পর আবারও নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। মূল সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল কোয়ারেন্টাইন পর্ব শেষ করেছে ক্রাইস্টচার্চে। সাত দিনের আইসোলেশন শেষে বৃহস্পতিবার প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। বিদেশ সফরে বাংলাদেশ দলের একটা রীতি প্রচলিত আছে। জুমার দিন খেলা না থাকলে পুরো দল একসঙ্গে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। আজও অনুশীলন শেষে মসজিদে নামাজ আদায় করতে গেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেটাও সেই আল নূর মসজিদেই।

সে মসজিদের সামনে গিয়েই সেই ঘটনার স্মৃতিচারণ করেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে লিখা, এই হল সেই মসজিদ এবং আজকেও শুক্রবার।

এমন এক সময় বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফর করছে যখন আবারও আল নূর মসজিদে হামলার হুমকি দেওয়া হয়েছিল সপ্তাহ দুয়েক আগে। তবে স্বস্তির কথা হল হুমকি দেওয়া সেই দুই ব্যক্তিকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারও নিউজিল্যান্ডের সেই মসজিদে বাংলাদেশের ক্রিকেটাররা

আপডেট সময় ১২:৫২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

আল নূর, একটি মসজিদের নাম। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের এই মসজিদে ব্যাপক আলোচনায় আসে ২০১৯ সালে। ওই বছরের ১৫ মার্চ অস্ট্রেলিয়া বংশোদ্ভূত এক শেতাঙ্গ মসজিদটিতে নারকীয় হত্যাযজ্ঞ চালায়।

সে সময় নিউজিল্যান্ডের ওই শহরেই অবস্থান করছিল বাংলাদেশ ক্রিকেট দল। এমনকি টাইগারদের কয়েকজন ছিলেন মসজিদের অদূরেই। তারা ওই সময় নামাজের উদ্দেশে মসজিদের দিকেই যাচ্ছিলেন।

পরদিনই হ্যাগলি ওভালে শেষ টেস্ট খেলা প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলের ক্রিকেটাররা। ম্যাচের আগের দিন অনুশীলন ও সংবাদ সম্মেলন শেষ করে টিম বাসে করে আল নূর মসজিদের উদ্দেশে রওনা দেন বাংলাদেশ দলের অধিকাংশ খেলোয়াড়রা। বাসটি আল নূর মসজিদে পৌঁছানোর আগেই সেখানে ব্রেন্টন ট্যারান্ট নামের ওই সন্ত্রাসী শুরু করেছিলেন হত্যাযজ্ঞ। সৌভাগ্যক্রমে বাংলাদেশ দলের ক্রিকেটাররা একটু দেরি করে মসজিদে পৌঁছানোয় প্রাণে রক্ষা পান।

তবে ব্রেন্টন ট্যারান্ট নামের সেই সন্ত্রাসীর হামলায় নিহত হন ৫১ জন মানুষ। যার মধ্যে ছিলেন নিউজিল্যান্ডে বসবাসরত পাঁচজন বাংলাদেশি। বিভীষিকাময় সেই ঘটনার শোক এখনও পুরোপুরি কাটিয়ে ওঠেনি নিউজিল্যান্ড। ভয়ঙ্কর ওই হত্যাযজ্ঞ এখনও দাগ কেটে আছে অনেকের মনেই।

দুই বছর পর আবারও নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। মূল সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল কোয়ারেন্টাইন পর্ব শেষ করেছে ক্রাইস্টচার্চে। সাত দিনের আইসোলেশন শেষে বৃহস্পতিবার প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। বিদেশ সফরে বাংলাদেশ দলের একটা রীতি প্রচলিত আছে। জুমার দিন খেলা না থাকলে পুরো দল একসঙ্গে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। আজও অনুশীলন শেষে মসজিদে নামাজ আদায় করতে গেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেটাও সেই আল নূর মসজিদেই।

সে মসজিদের সামনে গিয়েই সেই ঘটনার স্মৃতিচারণ করেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে লিখা, এই হল সেই মসজিদ এবং আজকেও শুক্রবার।

এমন এক সময় বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফর করছে যখন আবারও আল নূর মসজিদে হামলার হুমকি দেওয়া হয়েছিল সপ্তাহ দুয়েক আগে। তবে স্বস্তির কথা হল হুমকি দেওয়া সেই দুই ব্যক্তিকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে দেশটির পুলিশ।