অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পুরো যাত্রীবাহী বিমান নিয়ে পাইলট যখন আকাশে ছুটে চলছে, তখনকি কল্পনা করা যায় এইরকম একজন দায়িত্বশীল পাইলটই ওই মুহূর্তে কোন অসামাজিক কাজে লিপ্ত আছেন?
সম্প্রতি জার্মানির বেশ পরিচিত ‘কন্ডার এয়ারলাইন্স’ এর এক পাইলট উড়ন্ত বিমানে আরেক সহকর্মীর সাথে অসামাজিক যৌনমিলন করেন। বিমানের সেই পাইলট তাদের সেই চরম উত্তেজনা মূলক সেক্স ভিডিওটি ঐ এয়ারলাইন্সের বাকি সহকর্মীদেরও বেশ আগ্রহ সহকারে দেখান।
একপর্যায়ে তাদের এই যৌনমিলনের ভিডিওটি এয়ারলাইন্সের কর্তৃপক্ষের কাছেও চলে যায়। এর পর জার্মানির কন্ডার এয়ারলাইন্সের কর্তৃপক্ষ কঠিন সিদ্ধান্ত নেন, আর যদি তাদের এয়ারলাইন্সের কাউকে এভাবে বিমানের ভেতর কোনো অসামাজিক কর্মকাণ্ড করতে দেখেন তাহলে আইন অনুযায়ী তাকে দু বছরের কারাদণ্ড দেওয়া হবে।
জার্মানির কন্ডার এয়ারলাইন্সটি ১৯৫৬ সালে নির্মাণ করা হয়। বর্তমানে এই এয়ারলাইন্সের বিমান, ইউরোপ, আমেরিকা এবং এশিয়া সহ বিশ্বের মোট ৮০টি দেশে ফ্লাই করে।
আকাশ নিউজ ডেস্ক 




















