ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

বলিউডের সেরা ভ্যালেন্টাইনস জুটি যারা

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউড তারকাদের প্রেম আর বিয়ে সবসময়ই সংবাদ শিরোনাম হয়ে থাকে। তবে তারকাদের প্রেম আর দাম্পত্যের ভাঙা-গড়ার খেলার মধ্যে যাদের প্রেম শুরু থেকে এখনও অটুট বলিউডের এমন সফল প্রেমিক জুটিদের দেখে নেওয়া যাক।

দিলীপ কুমার-সায়রা বানো :

১৬ বছরের সায়রা বানোকে প্রথমবার দেখেই প্রেমে পড়েছিলেন রুপালিপর্দার মহাতারকা দিলীপ কুমার। তার বয়স যখন ৪৪ বছর তখন বিয়ে করেন ২২ বছরের সায়রা বানোকে। ১৯৬৬ সালে তারা গাঁটছড়া বাঁধেন। সেই থেকে গত ৫৫ বছর ধরে দিলীপ কুমার, সায়রা বানো রয়েছেন একসঙ্গে। মহানায়কের বার্ধক্য জীবনেও সার্বক্ষণিক সঙ্গী হয়ে আছেন সায়রা।

অমিতাভ বচ্চন-জয়া ভাদুড়ি :

১৯৭২ সালে ‘এক নজর’-এর সেটে জয়া ভাদুড়ির প্রেমে মশগুল হয়ে পড়েন অমিতাভ বচ্চন। ১৯৭৩ সালের ৩ জুন জয়া ভাদুড়িকে বিয়ে করেন অমিতাভ। সেই থেকে ৪৮ বছর একসঙ্গে তারা।

ধর্মেন্দ্র-হেমা মালিনী :

১৯৭৫ সাল থেকে হেমা মালিনীর সঙ্গে সম্পর্কে জড়ান ধর্মেন্দ্র। ১৯৮০ সালে বিয়ের পিঁড়িতে বসেন ধর্মেন্দ্র, হেমা। প্রথম স্ত্রী প্রকাশ কউরের সঙ্গে বিচ্ছেদের পর হেমাকে বিয়ে করেন ধর্মেন্দ্র। প্রায় ৪১ বছর ধরে একসঙ্গে রয়েছেন তারা।

অনিল কাপুর-সুনীতা :

প্রায় ১১ বছর ধরে সম্পর্কের পর ১৯৮৪ সালে সুনীতা কাপুর এবং অনিল কাপুর বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের পর থেকে প্রায় ৩৭ বছর ধরে একসঙ্গে রয়েছেন এই জুটি।

শাহরুখ-গৌরী :

একেবারে কিশোর বয়সে একে অপরের সঙ্গে ডেট শুরু করেন শাহরুখ খান ও গৌরী বিচার। ১৯৯১ সালে বিয়ে করেন শাহরুখ-গৌরী। বিয়ের পর থেকে ৩০ বছর ধরে একসঙ্গে রয়েছেন শাহরুখ-গৌরী।

অজয় দেবগণ-কাজল :

১৯৯৫ সালে ‘গুন্ডারাজ’র শুটিংয়ের সময় থেকে একে অপরের প্রেমে পড়েন অজয় দেবগণ ও কাজল। ১৯৯৯ সালে তারা গাঁটছড়া বাঁধেন। ২২ বছর ধরে সুখে সংসার করছেন অজয়-কাজল।

অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্না :

১৯৯৯ সালে ইন্টারন্যাশনাল ‘খিলাড়ি’র মুক্তির পর টুইঙ্কেল খান্নার সঙ্গে ডেট শুরু করেন অক্ষয় কুমার। ২০০১ সাল টুইঙ্কেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অক্ষয়। তারপর কেটে গেছে দুই দশক।

অভিষেক-ঐশ্বরিয়া :

২০০৬ সালে ‘উমরাওজান’র শুটে একে অপরের ভালোবাসায় মগ্ন হয়ে যান অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। ২০০৭ সালে তারা গাঁটছড়া বাঁধেন। বিয়ের পর গত ১৫ বছর ধরে একসঙ্গে রয়েছেন এই জুটি।

সাইফ আলী খান-কারিনা কাপুর :

২০০৭ সালে ‘টশন’র সেটে সাইফের সঙ্গে কারিনা সম্পর্কে জড়ান। প্রায় ৫ বছর ধরে সম্পর্কের পর ২০১২ সালে বিয়ে করেন সাইফ-কারিনা। প্রায় ১৫ বছর ধরে একসঙ্গে রয়েছেন তারা।

রীতেশ-জেনেলিয়া :

‘তুঝে মেরি কসম’ যখন মুক্তি পায়, সেই সময় থেকে জেনেলিয়ার প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন রীতেশ দেশমুখ। এরপর ২০১২ সালে রীতেশ, জেনেলিয়া বিয়ে করেন। বিয়ের পর কার্যত অভিনয় ছেড়ে দেন জেনেলিয়া। আপাতত দুই ছেলেকে নিয়ে সুখে সংসার করছেন রীতেশ-জেনেলিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বলিউডের সেরা ভ্যালেন্টাইনস জুটি যারা

আপডেট সময় ১১:৪৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউড তারকাদের প্রেম আর বিয়ে সবসময়ই সংবাদ শিরোনাম হয়ে থাকে। তবে তারকাদের প্রেম আর দাম্পত্যের ভাঙা-গড়ার খেলার মধ্যে যাদের প্রেম শুরু থেকে এখনও অটুট বলিউডের এমন সফল প্রেমিক জুটিদের দেখে নেওয়া যাক।

দিলীপ কুমার-সায়রা বানো :

১৬ বছরের সায়রা বানোকে প্রথমবার দেখেই প্রেমে পড়েছিলেন রুপালিপর্দার মহাতারকা দিলীপ কুমার। তার বয়স যখন ৪৪ বছর তখন বিয়ে করেন ২২ বছরের সায়রা বানোকে। ১৯৬৬ সালে তারা গাঁটছড়া বাঁধেন। সেই থেকে গত ৫৫ বছর ধরে দিলীপ কুমার, সায়রা বানো রয়েছেন একসঙ্গে। মহানায়কের বার্ধক্য জীবনেও সার্বক্ষণিক সঙ্গী হয়ে আছেন সায়রা।

অমিতাভ বচ্চন-জয়া ভাদুড়ি :

১৯৭২ সালে ‘এক নজর’-এর সেটে জয়া ভাদুড়ির প্রেমে মশগুল হয়ে পড়েন অমিতাভ বচ্চন। ১৯৭৩ সালের ৩ জুন জয়া ভাদুড়িকে বিয়ে করেন অমিতাভ। সেই থেকে ৪৮ বছর একসঙ্গে তারা।

ধর্মেন্দ্র-হেমা মালিনী :

১৯৭৫ সাল থেকে হেমা মালিনীর সঙ্গে সম্পর্কে জড়ান ধর্মেন্দ্র। ১৯৮০ সালে বিয়ের পিঁড়িতে বসেন ধর্মেন্দ্র, হেমা। প্রথম স্ত্রী প্রকাশ কউরের সঙ্গে বিচ্ছেদের পর হেমাকে বিয়ে করেন ধর্মেন্দ্র। প্রায় ৪১ বছর ধরে একসঙ্গে রয়েছেন তারা।

অনিল কাপুর-সুনীতা :

প্রায় ১১ বছর ধরে সম্পর্কের পর ১৯৮৪ সালে সুনীতা কাপুর এবং অনিল কাপুর বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের পর থেকে প্রায় ৩৭ বছর ধরে একসঙ্গে রয়েছেন এই জুটি।

শাহরুখ-গৌরী :

একেবারে কিশোর বয়সে একে অপরের সঙ্গে ডেট শুরু করেন শাহরুখ খান ও গৌরী বিচার। ১৯৯১ সালে বিয়ে করেন শাহরুখ-গৌরী। বিয়ের পর থেকে ৩০ বছর ধরে একসঙ্গে রয়েছেন শাহরুখ-গৌরী।

অজয় দেবগণ-কাজল :

১৯৯৫ সালে ‘গুন্ডারাজ’র শুটিংয়ের সময় থেকে একে অপরের প্রেমে পড়েন অজয় দেবগণ ও কাজল। ১৯৯৯ সালে তারা গাঁটছড়া বাঁধেন। ২২ বছর ধরে সুখে সংসার করছেন অজয়-কাজল।

অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্না :

১৯৯৯ সালে ইন্টারন্যাশনাল ‘খিলাড়ি’র মুক্তির পর টুইঙ্কেল খান্নার সঙ্গে ডেট শুরু করেন অক্ষয় কুমার। ২০০১ সাল টুইঙ্কেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অক্ষয়। তারপর কেটে গেছে দুই দশক।

অভিষেক-ঐশ্বরিয়া :

২০০৬ সালে ‘উমরাওজান’র শুটে একে অপরের ভালোবাসায় মগ্ন হয়ে যান অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। ২০০৭ সালে তারা গাঁটছড়া বাঁধেন। বিয়ের পর গত ১৫ বছর ধরে একসঙ্গে রয়েছেন এই জুটি।

সাইফ আলী খান-কারিনা কাপুর :

২০০৭ সালে ‘টশন’র সেটে সাইফের সঙ্গে কারিনা সম্পর্কে জড়ান। প্রায় ৫ বছর ধরে সম্পর্কের পর ২০১২ সালে বিয়ে করেন সাইফ-কারিনা। প্রায় ১৫ বছর ধরে একসঙ্গে রয়েছেন তারা।

রীতেশ-জেনেলিয়া :

‘তুঝে মেরি কসম’ যখন মুক্তি পায়, সেই সময় থেকে জেনেলিয়ার প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন রীতেশ দেশমুখ। এরপর ২০১২ সালে রীতেশ, জেনেলিয়া বিয়ে করেন। বিয়ের পর কার্যত অভিনয় ছেড়ে দেন জেনেলিয়া। আপাতত দুই ছেলেকে নিয়ে সুখে সংসার করছেন রীতেশ-জেনেলিয়া।