অাকাশ জাতীয় ডেস্ক:
পোশাক রফতানিতে ২০২০ সালের মধ্যেই চীনকে টপকে যাবে বাংলাদেশ। এক খবরে এ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক ড্র্যাপার্স। ওই প্রতিবেদনে জানা যায়, গত ৯ বছরের তুলনায় শুধু ২০১৬ সালেই বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলোতে তৈরি পোশাক রফতানি হয়েছে প্রায় দ্বিগুণ।

টেক্সটাইল ইন্টেলিজেন্স রিপোর্টে দেখা গেছে, গত নয় বছরে এ হার ১২.২ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৩.৪ শতাংশে। তবে, গত ছয় বছরে ইইউভূক্ত দেশগুলোয় চীনের রফতানিকৃত পোশাকের পরিমাণ হচ্ছে ৩৭.৯৯ শতাংশ। যদিও ২০১০ সালের দিকে সেখানকার বাজারে অর্ধেকেরও বেশি পোশাক আমদানি হয়েছিলো চীন থেকে। কিন্তু ২০১৬ সালে আগের অবস্থান হারিয়ে তিন এ নেমে এসেছে চীন। ২০১৩ সালের পর থেকে দ্বিতীয় অবস্থান ধরে রেখে ইউরোপের দেশগুলোতে সবচেয়ে সস্তায় তৈরি পোশাক রফতানি করছে বাংলাদেশ।
আকাশ নিউজ ডেস্ক 
























