ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

মাইক্রোবাস চালককে ট্রাকের নিচে ফেলে হত্যা!

আকাশ জাতীয় ডেস্ক:   

বগুড়ার নন্দীগ্রামে আনোয়ার হোসেন বুলু (৩৮) নামে এক মাইক্রোবাস চালককে ট্রাকের নিচে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার মধ্যরাতে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার তেঘরী এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নিহতের ভাই মাজাহারুল ইসলাম রোববার নন্দীগ্রাম থানায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ওসি কামরুল ইসলাম জানান, গ্রেফতারের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

পুলিশ, এজাহার সূত্র ও স্বজনরা জানান, মাইক্রোবাসচালক আনোয়ার হোসেন বুলু নওগাঁর আত্রাই উপজেলার জাত আমরুল গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। বুলু ও তার সাত বন্ধু শনিবার সন্ধ্যার দিকে মাইক্রোবাসে আত্রাই থেকে বগুড়া শহরতলির সিলিমপুরে হোটেল নাজ গার্ডেনে আসেন। সেখানে সবাই মদপান করেন। এরপর মাইক্রোবাসে বগুড়া-নাটোর মহাসড়ক হয়ে আত্রাইয়ের দিকে রওনা হন। পথিমধ্যে নন্দীগ্রামের তেঘরী এলাকায় মাইক্রোবাসের মধ্যে বুলু ছাড়া অন্যদের হাতাহাতি হয়। এ সময় বুলু মাইক্রোবাস থামিয়ে তাদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে বন্ধুরা তাকে ধাক্কা দিয়ে চলন্ত ট্রাকের নিচে ফেলে দেন। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়।

এরপর তারা মরদেহ মাইক্রোবাসে তুলে আত্রাই নিয়ে যান। পাঁচজন (আসামি) নিজ নিজ বাড়িতে চলে যান। এর আগে তারা বুলুর লাশ বন্ধু ইসলাম ও আরিফকে দেন। বাড়িতে গিয়ে বলতে বলা হয় বুলু সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা হত্যাকারী সন্দেহে ইসলাম ও আরিফকে আটক করে রোববার নন্দীগ্রাম থানা পুলিশে দেন। জিজ্ঞাসাবাদে দু’জন বুলুকে ট্রাকের নিচে ফেলে হত্যার কথা স্বীকার ও হত্যাকারীদের নাম প্রকাশ করেন।

নিহতের ভাই মাজাহারুল ইসলাম জানান, ভাই বুলু নিজেদের মাইক্রোবাস চালাতেন। সে দুর্ঘটনায় মারা গেলে মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হতো। তিনি দাবি করেন, বন্ধুরা তার ভাইকে গাড়ির নিচে ফেলে হত্যা করেছে।

নন্দীগ্রাম থানার ওসি কামরুল ইসলাম জানান, নিহতের ভাই মাজাহারুল ইসলাম নন্দীগ্রাম থানায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। হত্যাকারী সন্দেহে আটক বন্ধু ইসলাম ও আরিফকে মামলায় সাক্ষী করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

মাইক্রোবাস চালককে ট্রাকের নিচে ফেলে হত্যা!

আপডেট সময় ১১:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:   

বগুড়ার নন্দীগ্রামে আনোয়ার হোসেন বুলু (৩৮) নামে এক মাইক্রোবাস চালককে ট্রাকের নিচে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার মধ্যরাতে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার তেঘরী এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নিহতের ভাই মাজাহারুল ইসলাম রোববার নন্দীগ্রাম থানায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ওসি কামরুল ইসলাম জানান, গ্রেফতারের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

পুলিশ, এজাহার সূত্র ও স্বজনরা জানান, মাইক্রোবাসচালক আনোয়ার হোসেন বুলু নওগাঁর আত্রাই উপজেলার জাত আমরুল গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। বুলু ও তার সাত বন্ধু শনিবার সন্ধ্যার দিকে মাইক্রোবাসে আত্রাই থেকে বগুড়া শহরতলির সিলিমপুরে হোটেল নাজ গার্ডেনে আসেন। সেখানে সবাই মদপান করেন। এরপর মাইক্রোবাসে বগুড়া-নাটোর মহাসড়ক হয়ে আত্রাইয়ের দিকে রওনা হন। পথিমধ্যে নন্দীগ্রামের তেঘরী এলাকায় মাইক্রোবাসের মধ্যে বুলু ছাড়া অন্যদের হাতাহাতি হয়। এ সময় বুলু মাইক্রোবাস থামিয়ে তাদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে বন্ধুরা তাকে ধাক্কা দিয়ে চলন্ত ট্রাকের নিচে ফেলে দেন। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়।

এরপর তারা মরদেহ মাইক্রোবাসে তুলে আত্রাই নিয়ে যান। পাঁচজন (আসামি) নিজ নিজ বাড়িতে চলে যান। এর আগে তারা বুলুর লাশ বন্ধু ইসলাম ও আরিফকে দেন। বাড়িতে গিয়ে বলতে বলা হয় বুলু সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা হত্যাকারী সন্দেহে ইসলাম ও আরিফকে আটক করে রোববার নন্দীগ্রাম থানা পুলিশে দেন। জিজ্ঞাসাবাদে দু’জন বুলুকে ট্রাকের নিচে ফেলে হত্যার কথা স্বীকার ও হত্যাকারীদের নাম প্রকাশ করেন।

নিহতের ভাই মাজাহারুল ইসলাম জানান, ভাই বুলু নিজেদের মাইক্রোবাস চালাতেন। সে দুর্ঘটনায় মারা গেলে মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হতো। তিনি দাবি করেন, বন্ধুরা তার ভাইকে গাড়ির নিচে ফেলে হত্যা করেছে।

নন্দীগ্রাম থানার ওসি কামরুল ইসলাম জানান, নিহতের ভাই মাজাহারুল ইসলাম নন্দীগ্রাম থানায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। হত্যাকারী সন্দেহে আটক বন্ধু ইসলাম ও আরিফকে মামলায় সাক্ষী করা হয়েছে।