অাকাশ জাতীয় ডেস্ক:
মুন্সীগঞ্জের সদর উপজেলার মঙ্গলবার রাতে কাটাখালির ভিটিশীল মন্দির এলাকায় বারেকের ন্যাংটার মাজারে দুই নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে, গতরাতের কোনো একসময় দুই নারীকে হত্যা করা হয়। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করতে এসেছি।’
নিহতদের মধ্যে একজন আমেনা বেগম (৬০) মাজারের নারী খাদেম হিসেবে পরিচিত ছিলেন। আরেকজন তার পুত্রবধূ তাইজুন খাতুন (৪৫)। তিনি শাশুড়ির কাছে বেড়াতে এসেছিলেন।

মাজারের খাদেম মোহাম্মদ মাসুদ খান বলেন, আমেনা ও তাইজুন রাতে এক কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে তাদের ডাকতে এসে তিনি গলা কাটা লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেন। কারা ও কেন এ ঘটনা ঘটিয়েছে, এ ব্যাপারে এখনো কোনো কিছু জানা যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























